সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহা সম্মানিতা আম্মা আওলাদুর রসূল, সাইয়্যিদাতুনা আমাদের- হযরত দাদী হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনার সাওয়ানেহে উমরী মুবারক-পর্ব-৭৯


 
উম্মু মুর্শিদিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মালিকুদ দুনিয়া ওয়াল আখিরাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আছ ছমাদ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা আমাদের- হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনার সীমাহীন ফাদ্বায়িল-ফদ্বীলত, বুযূর্গী-সম্মান, মান-শান, বৈশিষ্ট্য এবং উনার অনুপম মাক্বাম মুবারক সম্পর্কে কিঞ্চিৎ আলোকপাত-

মুবারক শৈশব ও কৈশোর থেকেই ক্বায়িম-মাক্বামে উম্মু রসূলিনা ছল্লাল্লাহু আলাইহা ওয়া সাল্লাম, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহা ওয়া সাল্লাম, মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনার পবিত্র সুন্নত মুবারক এবং সম্মানিত শরয়ী পর্দা পালনের একনিষ্ঠ অভ্যস্ততা

যাঁরা এই যোগ্যতার অধিকারী হন উনাদের শান-মান, মর্যাদা-মাক্বাম এমন সীমাহীন অবিচ্ছেদ্য নৈকট্য-সান্নিধ্যে উপনীত হয় যে, উনারা ছগীরা, কবীরা, কুফরী, শিরকি, এমনকি সকল প্রকার অপছন্দনীয় কাজ থেকে দায়িমীভাবে পবিত্র থাকেন। এই সীমাহীন শান-মান, মর্যাদা-মাক্বাম হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের। হাক্বীক্বী নায়েবে রসূল, ওয়ারাসাতুল আম্বিয়া উনারাও এই খুছূছিয়ত মুবারকের অধিকারী। সুবহানাল্লাহ! তবে, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা এই মাক্বামের সীমাহীন উর্ধ্বে। সুবহানাল্লাহ!

পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে যে:

حَسَنَةُ الْاَبْـرَارِ سَيِّئَةُ الْمُقَرَّبِيْنَ

অর্থ: “সর্বসাধারণের জন্য যে কাজ বৈধ, খাছ মানুষের জন্য তা গুনাহ-এর  সমতুল্য।” যেমন: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উম্মুল মু’মিনীন আছছালিছা সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার পবিত্র শান মুবারকে ইরশাদ মুবারক করেন:

خُذُوْا نِصْفَ دِيْنِكُمْ مِنْ هٰذِهِ الْحُمَيْـرَاءَ

অর্থ: “তোমরা (কায়িনাতবাসী) উম্মুল মু’মিনীন আছ ছালিছা সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার নিকট থেকে পরিপূর্ণ ইলিম হাছিল করো।” (দাইলামী শরীফ, ইবনুল আছীর শরীফ) অর্থাৎ, উম্মুল মু’মিনীন আছছালিছা সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম তিনি ছিলেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পরে সমগ্র  কায়িনাতবাসীর জন্য খাছ হিদায়েত- নছীহতদানকারিণী। সুবহানাল্লাহ! (চলবে)

আবা-২৮৯



সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহা সম্মানিতা আম্মা আওলাদুর রসূল, সাইয়্যিদাতুনা আমাদের- হযরত দাদী হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনার সাওয়ানেহে উমরী মুবারক-পর্ব-৭৮


 
উম্মু মুর্শিদিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মালিকুদ দুনিয়া ওয়াল আখিরাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আছ ছমাদ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা আমাদের- হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনার সীমাহীন ফাদ্বায়িল-ফদ্বীলত, বুযূর্গী-সম্মান, মান-শান, বৈশিষ্ট্য এবং উনার অনুপম মাক্বাম মুবারক সম্পর্কে কিঞ্চিৎ আলোকপাত-

মুবারক শৈশব ও কৈশোর থেকেই ক্বায়িম-মাক্বামে উম্মু রসূলিনা ছল্লাল্লাহু আলাইহা ওয়া সাল্লাম, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহা ওয়া সাল্লাম, মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনার পবিত্র সুন্নত মুবারক এবং সম্মানিত শরয়ী পর্দা পালনের একনিষ্ঠ অভ্যস্ততা

প্রেক্ষিত কারণে উনাদের মুবারক শানে পবিত্র এই হাদীছ শরীফখানা হাক্বীক্বীভাবে দৃষ্টান্তযোগ্য:

اِنَّـمَا اَنَا قَاسِمٌ وَاللهُ يُعْطِيْ

অর্থ: “মহান আল্লাহ পাক তিনি  হলেন দাতা। আর নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এবং মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা হলেন কুল-কায়িনাতবাসীকে আবাদুল-আবাদ পর্যন্ত সমস্ত নিয়ামত মুবারক বণ্টনের নিরঙ্কুশ মালিক।” সুবহানাল্লাহ!

উম্মু মুর্শিদিনা আলাইহাস সালাম, ক্বায়িম-মাক্বামে উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহা ওয়া সালাম, মালিকুদ দুনিয়া ওয়াল আখিরাহ, মাখদুমুল কায়িনাত, আওলাদে রসূল, মুত্বহহার, মুত্বহহির, আছ ছমাদ, আখাছছুলখাছ আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম এবং উনার জাওযুম মুকাররাম, ক্বায়িম-মাক্বামে আবূ রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাখদুমুল কায়িনাত, মুত্বহহার, মুত্বহহির, আছ ছমাদ, ছাহিবে নিয়ামত, মাখদুমুল কায়িনাত, আবূ মুর্শিদিনা আলাইহিস সালাম, আওলাদে রসূল, আখাছছুল খাছ আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা আলাইহিস সালাম উনারাসহ উনাদের মহাসম্মানিত আহলু পাক আলাইহিমুস সালাম উনারা সকলেই মহাসম্মানিত ও মহাপবিত্র আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম হওয়ার কারণেই উনাদের মুবারক খিদমতের আঞ্জামদানের জন্য হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমসহ সকলেই বেকারার এবং দায়িমী খিদমতে মশগুল। সুবহানাল্লাহ!

ছাহিবে নিয়ামত, ছাহিবে সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আছছমাদ, রহমতুল্লিল আলামীন, ক্বায়িম-মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুলত্বানুন নাছীর সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কা’বা আলাইহিস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র আব্বাজান ক্বায়িম-মাক্বামে আবূ রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাখদূমুল কায়িনাত, মুত্বহহার, মুত্বহহির আছছমাদ, মালিকুদ দুনিয়া ওয়াল আখিরাহ, মালিকুল কায়িনাত, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা আলাইহিস সালাম এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র আম্মাজান, ক্বায়িম-মাক্বামে উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মালিকুদ দুনিয়া ওয়াল আখিরাহ, মালিকুল কায়িনাত, মাখদুমুল কায়িনাত, মুত্বহহার, মুত্বহহির, আছছমাদ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনারা পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদকৃত পবিত্র বর্ণনানুযায়ী সম্মানিত দ্বীন-ইসলাম উনার মধ্যে বিশুদ্ধতা, নির্ভরযোগ্যতা ও পরিপূর্ণতার পূর্ণতম অধিকারী এবং মালিক। সুবহানাল্লাহ! (চলবে)

আবা-২৮৮

 

সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহা সম্মানিতা আম্মা আওলাদুর রসূল, সাইয়্যিদাতুনা আমাদের- হযরত দাদী হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনার সাওয়ানেহে উমরী মুবারক-পর্ব-৭৭

 

 উম্মু মুর্শিদিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মালিকুদ দুনিয়া ওয়াল আখিরাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আছ ছমাদ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা আমাদের- হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা ছল্লাল্লাহু আলাইহা ওয়া সাল্লাম উনার সীমাহীন ফাদ্বায়িল-ফদ্বীলত, বুযূর্গী-সম্মান, মান-শান, বৈশিষ্ট্য এবং উনার অনুপম মাক্বাম মুবারক সম্পর্কে কিঞ্চিৎ আলোকপাত-

মুবারক শৈশব ও কৈশোর থেকেই সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা ছল্লাল্লাহু আলাইহা ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক এবং শরয়ী পর্দা পালনের একনিষ্ঠ অভ্যস্ততা

প্রাণের আক্বা, ক্বিবলা কা’বা, ছহিবে নিয়ামত, ছহিবু সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ, আলক্বাসিম, মালিকু আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম, আছ ছমাদ, মাখদুমুল কায়িনাত, সুলত্বানুন নাছীর, মালিকুদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, মুত্বহ্হার, মুত্বহ্হির, আখছছুল খাছ আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ইমামুল উমাম, হাবীবুল্লাহ, আওলাদে রসূল, মাওলানা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কা’বা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি, উনার মহাসম্মানিত ও মহাপবিত্র আব্বাজান-আম্মাজান ছল্লাল্লাহু আলাইহিমাস সালাম, ক্বায়িম মাক্বামে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম, আখছছুল খাছ আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আছছমাদ, মাখদূমুল কায়িনাত, মুত্বহহার, মুত্বহহির, উম্মুল উমাম সাইয়্যিদাতুনা হযরত আম্মা হুযূর ক্বিবলা কা’বা ছল্লাল্লাহু আলাইহা ওয়া সাল্লাম এবং উনাদের মহাসম্মানিত ও মহাপবিত্র আহলু পাক ছল্লাল্লাহু আলাইহিম ওয়া সাল্লাম উনারা সকলেই হলেন উপরে বর্ণিত দু’টি গুণ-বৈশিষ্ট্যসহ সকল মর্যাদা- মাক্বামাতের সীমাহীন উর্ধ্বে। বরং এই সম্মানিত মর্যাদা ও মাক্বামাতগুলো উনারাই ব্যক্তির যোগ্যতা অনুসারে বণ্টন করে থাকেন। সুবহানাল্লাহ! (চলবে)

আবা-২৮৭

সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহা সম্মানিতা আম্মা আওলাদুর রসূল, সাইয়্যিদাতুনা আমাদের- হযরত দাদী হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনার সাওয়ানেহে উমরী মুবারক-পর্ব-৭৬

 উম্মু মুর্শিদিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মালিকুদ দুনিয়া ওয়াল আখিরাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আছ ছমাদ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা আমাদের- হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনার সীমাহীন ফাদ্বায়িল-ফদ্বীলত, বুযূর্গী-সম্মান, মান-শান, বৈশিষ্ট্য এবং উনার অনুপম মাক্বাম মুবারক সম্পর্কে কিঞ্চিৎ আলোকপাত

মুবারক শৈশব ও কৈশোর থেকেই সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা ছল্লাল্লাহু আলাইহা ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক এবং শরয়ী পর্দা পালনের একনিষ্ঠ অভ্যস্ততা

সম্মানিত শরয়ী পর্দাপালনের কারণে আমাদের পক্ষে এবং কায়িনাতবাসী কারো পক্ষেই আখাছছুল খাছ আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, উম্মু মুর্শিদীনা ছল্লাল্লাহু আলাইহা ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা ছল্লাল্লাহু আলাইহা ওয়া সাল্লাম উনাকে দেখা সম্ভব হয়নি। তবে উনার মহাসম্মানিত ও মহাপবিত্র জাওযুম মুকাররাম, আখাছছুল খাছ আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাখদূমুল কায়িনাত, আছ ছমাদ, মুত্বহহার, মুত্বহহির, আবূ মুর্শিদীনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র ছোহবত মুবারক হাছিল করে আমরা যে বিষয়টি উপলব্ধি করতে পেরেছি তা হলো, উনারা (সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা ছল্লাল্লাহু আলাইহা ওয়া সাল্লাম) উভয়েই নূরে মুজাসসাম, মাশুকে মাওলা হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক ইরশাদকৃত পবিত্র নিম্নোক্ত হাদীছ শরীফ উনার পরিপূর্ণ মিছদাক্ব:

قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نُصِرْتُ بِالرُّعْبِ

অর্থ: “নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, মাশুকে মাওলা হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেছেন: আমাকে রোব, অর্থাৎ ভীতিপ্রদ সম্মান মুবারক দ্বারা সাহায্য করা হয়েছে।” সুবহানাল্লাহ! আলোচ্য মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার তৃতীয় অংশ হলো:

وَالثِّقَةُ فِي الدِّيْنِ

অর্থ: “সম্মানিত দ্বীন-ইসলাম উনার মধ্যে উনারা (সম্মানিত সুন্নত পালনকারী) বিশুদ্ধতা, নির্ভরযোগ্যতা/ গ্রহণযোগ্যতায় পরিপূূর্ণতালাভ করবেন। অর্থাৎ উনারা সকলেরই আস্থাভাজন হবেন এবং সকলেরই অনুসরণকারী হিসেবে বিবেচিত হবেন।” বিশুদ্ধরূপে মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ বর্ণনার ক্ষেত্রে ‘ছিক্বাহ রাবী’ হওয়া আবশ্যক। আর ‘ছিক্বাহ রাবী’ হওয়ার অপরিহার্য যোগ্যতা ও শর্ত হলো মূল দু’টি: ১. আদালত (ন্যায়পরায়ণতা) ২. দ্বব্ত্ (চূড়ান্ত পর্যায়ের স্মরণশক্তি) সুবহানাল্লাহ! (চলবে)

আবা-২৮৬

 

সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহা সম্মানিতা আম্মা আওলাদুর রসূল, সাইয়্যিদাতুনা আমাদের- হযরত দাদী হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনার সাওয়ানেহে উমরী মুবারক-পর্ব-৭৫


 
উম্মু মুর্শিদিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মালিকুদ দুনিয়া ওয়াল আখিরাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আছ ছমাদ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা আমাদের- হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা ছল্লাল্লাহু আলাইহা ওয়া সাল্লাম উনার সীমাহীন ফাদ্বায়িল-ফদ্বীলত, বুযূর্গী-সম্মান, মান-শান, বৈশিষ্ট্য এবং উনার অনুপম মাক্বাম মুবারক সম্পর্কে কিঞ্চিৎ আলোকপাত-

মুবারক শৈশব ও কৈশোর থেকেই সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা ছল্লাল্লাহু আলাইহা ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক এবং শরয়ী পর্দা পালনের একনিষ্ঠ অভ্যস্ততা

পূর্বোল্লিখিত পবিত্র হাদীছ শরীফ উনার মুবারক দ্বিতীয় অংশ হলো:

اَلْـهَيْـبَةُ فِىْ قُـلُوْبِ الْفَجَرَةِ

অর্থ: “গুনাহগার, ফাসিক, ফুজ্জারদের অন্তরে উনাদের প্রতি ভয়-ভীতির সঞ্চার হবে।” অর্থাৎ যে সকল সুমহান ব্যক্তিবর্গ উনারা মহা-সম্মানিত মহাপবিত্র সুন্নত মুবারক হিফাযত করেন, নিজেরা পালন করেন এবং উনাদের মুবারক উসীলায় অন্যরাও পালনে অভ্যস্ত হন, ওই সকল সম্মানিত ব্যক্তিবর্গ উনাদেরকে মহান আল্লাহ পাক তিনি খাছ চারটি নিয়ামত মুবারক দান করেন। তার মধ্যে দ্বিতীয়টি হচ্ছে: ফাসিক, ফুজ্জার, ও গুনাহগাররা উনাদেরকে ভয় করবে। সুবহানাল্লাহ!

মহাসম্মানিত, মহাপবিত্র সুন্নত মুবারক পালন এবং অন্যকে পালনে অভ্যস্ত করে তোলায় ক্বায়িম-মাক্বামে উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, উম্মু মুর্শিদিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া  সাল্লাম, মালিকুদ দুনিয়া ওয়াল আখিরাহ, মুত্বহহার, মুত্বহহির, আছ ছমাদ, আওলাদে রসূল, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা ছল্লাল্লাহু আলাইহা ওয়া সাল্লাম এবং উনার যাওজুম মুকাররাম, ক্বায়িম-মাক্বামে আবূ রসূলিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মালিকুদ দুনিয়া ওয়াল আখিরাহ, মাখদূমুল কায়িনাত, মুত্বহ্হার, মুত্বহ্হির, আছ ছমাদ, লিসানুল হক, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা কামিয়াবীর শীর্ষতম মাক্বামে অধিষ্ঠানের কারণে উনাদের প্রতি মানুষের সীমাহীন সম্মানবোধ ও ভীতির সঞ্চার হয়েছে। এই মুবারক বিষয়টিকেই অন্য পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে রোব বা ভীতিপ্রদ সম্মান হিসেবে উল্লেখ করা হয়েছে:

قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نُصِرْتُ بِالرُّعْبِ

অর্থ: “নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, রোব অর্থাৎ ভীতিপ্রদ সম্মান মুবারক দ্বারা আমি সাহায্যপ্রাপ্ত হয়েছি।” সুবহানাল্লাহ!

আবা-২৮৫



সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহা সম্মানিতা আম্মা আওলাদুর রসূল, সাইয়্যিদাতুনা আমাদের- হযরত দাদী হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনার সাওয়ানেহে উমরী মুবারক-পর্ব-৭৪

 

উম্মু মুর্শিদিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মালিকুদ দুনিয়া ওয়াল আখিরাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আছ ছমাদ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা আমাদের-হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা ছল্লাল্লাহু আলাইহা ওয়া সাল্লাম উনার সীমাহীন ফাদ্বায়িল-ফদ্বীলত, বুযূর্গী-সম্মান, মান-শান, বৈশিষ্ট্য এবং উনার অনুপম মাক্বাম মুবারক সম্পর্কে কিঞ্চিৎ আলোকপাত

মুবারক শৈশব ও কৈশোর থেকেই সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা ছল্লাল্লাহু আলাইহা ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক এবং শরয়ী পর্দা পালনের একনিষ্ঠ অভ্যস্ততা

উনাদের মহাসম্মানিত ও মহাপবিত্র শান মুবারকেই মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে:

إِنَّ اللهَ إِذَا أَحَبَّ عَبْدًا دَعَا حَضْرَتْ جِبْرِيْلُ عَلَيْهِ السَّلَامُ فَـقَالَ إِنِّيْ أُحِبُّ فُلَانًا فَأَحِبَّهٗ قَالَ فَـيُحِبُّهٗ حَضْرَتْ جِبْرِيْلُ عَلَيْهِ السَّلَامُ ثُمَّ يُـنَادِيْ فِي السَّمَاءِ فَـيَـقُوْلُ إِنَّ اللهَ يُحِبُّ فُلَانًا فَأَحِبُّوهُ.‏ فَـيُحِبُّهٗ أَهْلُ السَّمَاءِ قَالَ ثُمَّ يُـوْضَعُ لَهُ الْقَبُـوْلُ فِي الْأَرْضِ

অর্থ: “মহান আল্লাহ পাক তিনি যখন কোনো বান্দা বান্দীকে মুহব্বত করেন, তখন মহান আল্লাহ পাক তিনি হযরত জিবরীল আলাইহিস সালাম উনাকে ডেকে বলেন, হে হযরত জিবরীল আলাইহিস সালাম! আমি অমুক বান্দা-বান্দীকে মুহব্বত করি, কাজেই আপনিও উনাকে মুহব্বত করুন। তখন হযরত জিবরীল আলাইহিস সালাম তিনি ওই বান্দা-বান্দীকে মুহব্বত করতে থাকেন এবং আসমানে ঘোষণা দিতে থাকেন, হে আসমানবাসী! মহান আল্লাহ পাক তিনি অমুক বান্দা-বান্দীকে মুহব্বত করেন। কাজেই আপনারাও উনাকে মুহব্বত করুন। ফলে আসমানবাসী সকলেই সংশ্লিষ্ট ব্যক্তিকে মুহব্বত করতে থাকেন এবং পরবর্তীতে যমীনে উনার শান-মান-মর্যাদা-ব্যাপকতা বৃদ্ধি পায় ও জমীনবাসী মুহব্বত করা শুরু করে, অর্থাৎ গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠিত হওয়াসহ কায়িনাতব্যাপী তা বিস্তারলাভ করে।” সুবহানাল্লাহ!

সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা ছল্লাল্লাহু আলাইহা ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, প্রাণের আক্বা ক্বিবলা কা’বা সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কা’বা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুনা উম্মুল উমাম আম্মাজী ক্বিবলা কা’বা ছল্লাল্লাহু আলাইহা ওয়া সাল্লাম এবং উনাদের মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলু পাক ছল্লাল্লাহু আলাইহিম ওয়া সাল্লাম উনারা সকলেই উপরোক্ত মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার হাক্বীক্বী মিছদাক্ব। সুবহানাল্লাহ!  (চলবে)

আবা-২৮৪




সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহা সম্মানিতা আম্মা আওলাদুর রসূল, সাইয়্যিদাতুনা আমাদের- হযরত দাদী হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনার সাওয়ানেহে উমরী মুবারক-পর্ব-৭৩


 উম্মু মুর্শিদিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মালিকুদ দুনিয়া ওয়াল আখিরাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আছ ছমাদ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা আমাদের- হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনার সীমাহীন ফাদ্বায়িল-ফদ্বীলত, বুযূর্গী-সম্মান, মান-শান, বৈশিষ্ট্য এবং উনার অনুপম মাক্বাম সম্পর্কে কিঞ্চিৎ আলোকপাত-

মুবারক শৈশব ও কৈশোর থেকেই সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনার সুন্নত মুবারক এবং শরয়ী পর্দা পালনের একনিষ্ঠ অভ্যস্ততা:

এই সম্মানিত নিয়ামতরাজির হিস্যা কায়িনাতবাসী ক্বায়িম-মাক্বামে উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মুত্বহ্হার, মুত্বহ্হির, আছ ছমাদ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনার এবং উনার যাওজুম মুকাররাম, ক্বায়িম-মাক্বামে আবূ রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মুত্বহ্হার, মুত্বহ্হির, আছ ছমাদ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা আলাইহিস সালাম উনাদের হাদিয়াকৃত পবিত্র রাজারবাগ দরবার শরীফ থেকে লাভ করছেন। সুবহানাল্লাহ!

প্রতি বছর পবিত্র যিলহজ্জ শরীফ মাসে পবিত্র কুরবানী উপলক্ষে হাজার হাজার গরু, মহিষ, খাসী ইত্যাদি কুরবানী করা হচ্ছে। এ ছাড়া প্রতি আরবী মাসের পবিত্র ১২ই শরীফে পবিত্র মাহফিল সমূহের ইন্তিজামসহ শত শত গরু, মহিষ, খাসী ইত্যাদি পবিত্রতম নাম মুবারকসমূহে আক্বীক্বা করা হচ্ছে। এই সকল নিয়ামত মুবারকসমূহ সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনার এবং সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা আলাইহিস সালাম উনাদের মুবারক উসীলাতেই কায়িনাতবাসী হাছিল করছেন। সুবহানাল্লাহ!

উপরোক্ত পবিত্র হাদীছ শরীফ উনার বাস্তবতায় চতুর্থ পর্যায়ের নিয়ামত মুবারক, অর্থাৎ সম্মানিত দ্বীন-ইসলাম উনার ব্যাপারে নির্ভরযোগ্যতা ও গ্রহণযোগ্যতার পরিপূর্ণ ধারক ও বাহক হয়েছেন বলেই সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনার এবং সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা আলাইহিস সালাম উনাদের পক্ষে পবিত্র রাজারবাগ দরবার শরীফসহ উল্লিখিত যাবতীয় নিয়ামতসম্ভার কায়িনাতবাসীকে হাদিয়া করা সম্ভব হয়েছে। সুবহানাল্লাহ!

উপরোক্ত পবিত্র হাদীছ শরীফ উনার প্রথম বিষয়টি অর্থাৎ-

اَلْمَحَبَّةُ فِىْ قُلُوْبِ الْبَرَرَةِ …..

অর্থ: “নেককার আল্লাহওয়ালাগণ ওই ব্যক্তিকে মুহব্বত করবেন।” মহান আল্লাহ পাক বিশ্বব্যাপী উনার আখাছছুল খাছ বান্দা-বান্দী উনাদের সকলকেই মুহব্বত করবেন। আওলাদে রসূল, আখাছছুল খাছ আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম তিনি এবং উনার জাওযুল মুকাররাম, আওলাদে রসূল, আখাছছুল খাছ আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা আলাইহিস সালাম আলোচ্য পবিত্র হাদীছ শরীফ উনার পরিপূর্ণ মিছদাক্ব। সে কারণে উনারা মহান আল্লাহ পাক উনার মক্ববুল প্রিয় মাহবূবা ও মাহবূব এবং এ কারণে উনাদের শান-মান-মর্যাদা-মাক্বাম সারা বিশ্বে প্রকাশিত ও সমাদৃত। সুবহানাল্লাহ!

আবা-২৮৩


সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহা সম্মানিতা আম্মা আওলাদুর রসূল, সাইয়্যিদাতুনা আমাদের- হযরত দাদী হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনার সাওয়ানেহে উমরী মুবারক-পর্ব-৭২

 উম্মু মুর্শিদিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মালিকুদ দুনিয়া ওয়াল আখিরাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আছ ছমাদ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা আমাদের- হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনার সীমাহীন ফাদ্বায়িল-ফদ্বীলত, বুযূর্গী-সম্মান, মান-শান, বৈশিষ্ট্য এবং উনার অনুপম মাক্বাম সম্পর্কে কিঞ্চিৎ আলোকপাত-

মুবারক শৈশব ও কৈশোর থেকেই সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনার সুন্নত মুবারক এবং শরয়ী পর্দা পালনের একনিষ্ঠ অভ্যস্ততা:

 এ কামিয়াবী প্রসঙ্গে মালিকুত তামাম, ক্বাসিমুন নিয়াম, সাইয়্যিদুল আনাম, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, মাশুকে মাওলা, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন:

مَنْ حَفِظَ سُنَّتِىْ اَكْرَمَهُ اللهُ تَعَالٰى بِاَرْبَعِ خِصَالٍ اَلْمَحَبَّةُ فِىْ قُلُوْبِ الْبَرَرَةِ وَالْـهَيْبَةُ فِىْ قُلُوْبِ الْفَجَرَةِ وَالسَّعَةُ فِى الرِّزْقِ وَالثِّقَةُ فِى الدِّيْنِ

অর্থ: “যে ব্যক্তি আমার সম্মানিত সুন্নত মুবারক হিফাজত করলেন, মহান আল্লাহ পাক তিনি ওই ব্যক্তিকে চারটি নিয়ামত মুবারক দ্বারা সম্মানিত করবেন। যথা: ১. নেককার আল্লাহওয়ালাগণ ওই ব্যক্তিকে মুহব্বত করবেন। ২. ফাসিক্ব-ফুজ্জার ও গুনাহগার লোকেরা উনাকে ভয় করবেন। ৩. মহান আল্লাহ পাক তিনি উনার রিযিকে স্বচ্ছলতা দান করবেন। ৪. সম্মানিত দ্বীন ইসলাম উনার ব্যাপারে মহান আল্লাহ পাক উনাকে সকলের কাছে গ্রহণযোগ্য করে তুলবেন।” সুবহানাল্লাহ!

সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম তিনি সম্মানিত সুন্নত মুবারক পরিপূর্ণরূপে হিফাজত করেছেন। এ কারণে মহান আল্লাহ পাক এবং উনার প্রিয়তম হাবীব সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, আকরামুল আউওয়ালীন ওয়াল আখিরীন, নূরে মুজাসসাম, মাশুকে মাওলা, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে (মহাসম্মানিতা সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম) উপরোক্ত পবিত্র হাদীছ শরীফে বর্ণিত সকল নিয়ামত মুবারকে ধন্য করেছেন। সুবহানাল্লাহ! অর্থাৎ কুল কায়িনাতের সকল গউস, কুতুব, আবদাল, ইমাম, মুজতাহিদ, মুজাদ্দিদ, নজীব-নুক্বাবা, নক্বীব-নুক্বাবাসহ সকল জাহিরী ও বাতিনী আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিমগণ উনারা সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনার প্রতি অনুরক্ত হয়ে এবং উনাকে মুহব্বত করে যাবতীয় নিয়ামত সম্ভারে ধন্য হয়েছেন। সুবহানাল্লাহ!

দ্বিতীয়ত: সকল ফাসিক্ব-ফুজ্জার, কাফির, বেদ্বীন, বদদ্বীন, মুনাফিক এবং উলামায়ে সূ’সহ সকল বাতিল গোষ্ঠীর কাছে তিনি ভীতির কারণ হয়েছেন। সুবহানাল্লাহ!

তৃতীয়ত: দুনিয়াবী ও উখরবী যাবতীয় কল্যাণসহ সকল নিয়ামতপূর্ণ রিযিকদানে মহান আল্লাহ পাক তিনি এবং নূরে মুজাসসাম, মাশুকে মাওলা, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনাকে ধন্য করেছেন। সুবহানাল্লাহ! (চলবে)

আবা-২৮২



সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহা সম্মানিতা আম্মা আওলাদুর রসূল, সাইয়্যিদাতুনা আমাদের- হযরত দাদী হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনার সাওয়ানেহে উমরী মুবারক-পর্ব-৭১

উম্মু মুর্শিদিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে উম্মু রসূলিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মালিকুদ দুনিয়া ওয়াল আখিরাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আছ ছমাদ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা আমাদের- হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনার সীমাহীন ফাদ্বায়িল-ফদ্বীলত, বুযূর্গী-সম্মান, মান-শান, বৈশিষ্ট্য এবং উনার অনুপম মাক্বাম সম্পর্কে কিঞ্চিৎ আলোকপাত-

মুবারক শৈশব ও কৈশোর থেকেই সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনার সুন্নত মুবারক এবং শরয়ী পর্দা পালনের একনিষ্ঠ অভ্যস্ততা:

উপরোক্ত পবিত্র আয়াত শরীফ অনুযায়ী আমলের কারণে উনাদের মর্যাদা-মাক্বাম কতো সীমাহীন উচ্চতায়, তা কায়িনাতবাসীর অবোধ্য। সুবহানাল্লাহ! বিশুদ্ধ আক্বীদা ও মুহব্বতে সম্মানিত সুন্নত মুবারক পালনের মাধ্যমে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে হাক্বীক্বীভাবে অনুসরণ-অনুকরণ করাই হলো ইবাদত-বন্দেগী। এর ব্যত্যয়ে হালাকী ছাড়া জ্বীন-ইনসানের আর কিছুই পাওনা নেই। নাউযুবিল্লাহ!

আখাছ্ছুল খাছ আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা আলাইহিস সালাম এবং আখাছছুল খাছ আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনারা পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করা অবধি সম্মানিত শরীয়ত হাক্বীক্বীভাবে পালনে ইস্তিকামত ছিলেন। এ কারণেই উনারা কায়িনাতবাসীকে হাদিয়া করতে পেরেছেন আন নি’মাতুল উজমা আলাল আলাম, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কাবা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে। সুবহানাল্লাহ!

মহান আল্লাহ পাক তিনি উনার বান্দা-বান্দীকে দুআ’ করার জন্য নির্দেশ প্রদান করেছেন। এই মর্মে পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে তিনি ইরশাদ মুবারক করেন:

رَبَّنَاۤ اٰتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَّفِي الْاٰخِرَةِ حَسَنَةً وَّقِنَا عَذَابَ النَّارِ

অর্থ: “আয় মহান আল্লাহ পাক! আপনি আমাদেরকে দান করুন দুনিয়াবী ও আখিরাতের কল্যাণ এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দান করুন।” (পবিত্র সূরা বাক্বারা শরীফ: পবিত্র আয়াত শরীফ ২০১)

পবিত্র এ আয়াত শরীফ উনার হাক্বীক্বী অর্থ হলো, সংশ্লিষ্ট ব্যক্তি তিনি সম্মানিত সুন্নত মুবারক এবং সম্মানিত শরীয়ত পালন করার মাধ্যমে মহান আল্লাহ পাক উনার এবং উনার প্রিয়তম রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের রিযামন্দি ও সন্তুষ্টি মুবারক লাভ করেন, তিনি দুনিয়া ও আখিরাতে সার্বিক কল্যাণ লাভ করেন এবং সীমাহীন শান-মান, ফাযায়িল-ফযীলত, মর্যাদা-মাক্বাম হাছিল করেন। উম্মু মুর্শিদিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম-মাক্বামে উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মালিকুদ দুনিয়া ওয়াল আখিরাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আছ ছমাদ সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম তিনি উপরোক্ত পবিত্র আয়াত শরীফ উনার হাক্বীক্বী মিছদাক্ব। সুবহানাল্লাহ!

উম্মু মুর্শিদিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম-মাক্বামে উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মালিকুদ দুনিয়া ওয়াল আখিরাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আছ ছমাদ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম তিনি সূক্ষ্মাতিসূক্ষ্ম, পুঙ্খানুপুঙ্খরূপে সম্মানিত সুন্নত মুবারক ইত্তিবা করার কারণেই ইহকালীন ও পরকালীন চূড়ান্ত  কামিয়াবীর শীর্ষতম মাক্বামে উপনীত হয়েছেন। সুবহানাল্লাহ! (চলবে)

আবা-২৮১

সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহা সম্মানিতা আম্মা আওলাদুর রসূল, সাইয়্যিদাতুনা আমাদের- হযরত দাদী হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনার সাওয়ানেহে উমরী মুবারক-পর্ব-৭০

 উম্মু মুর্শিদিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে উম্মু রসূলিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মালিকুদ দুনিয়া ওয়াল আখিরাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আছ ছমাদ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা আমাদের- হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনার সীমাহীন ফাদ্বায়িল-ফদ্বীলত, বুযূর্গী-সম্মান, মান-শান, বৈশিষ্ট্য এবং উনার অনুপম মাক্বাম সম্পর্কে কিঞ্চিৎ আলোকপাত-

মুবারক শৈশব ও কৈশোর থেকেই সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনার সুন্নত মুবারক এবং শরয়ী পর্দা পালনের

একনিষ্ঠ অভ্যস্ততা:

পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে মহান আল্লাহ পাক সুহানাহূ ওয়া তায়ালা তিনি ইরশাদ মুবারক করেন:

مَنْ يُّطِعِ اللهَ وَرَسُوْلَهٗ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيْمًا

অর্থ: “যে ব্যক্তি মহান আল্লাহ পাক এবং উনার প্রিয়তম রসূল, নূরে মুজাসসাম, মাশূকে মাওলা, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের ইত্তিবা করবেন, তিনি বিরাট সফলতা লাভ করবেন।” সুবহানাল্লাহ! (পবিত্র সূরা আহযাব শরীফ: পবিত্র আয়াত শরীফ ৭১)

দুনিয়ার জীবনে প্রত্যেক মানুষকেই কোনো না কোনো বিশ্বাস ও আমলে নিয়োজিত থাকতে হয়। মানুষ বিদয়াতী ও কুফরী বিশ্বাস ও আমলে অভ্যস্ত হতে পারে অথবা পবিত্রতম শরয়ী ও সম্মানিত সুন্নতী আমলেও অভ্যস্ত হতে পারে। কুফরী বিশ্বাস ও আমলের পরিণতি জাহান্নাম। পক্ষান্তরে, সম্মানিত শরীয়ত এবং সম্মানিত সুন্নতী আমলের পরিণতি রিযামন্দী-সন্তুষ্টি, অর্থাৎ সম্মানিত জান্নাত মুবারক। সুবহানাল্লাহ!

কায়িম-মাক্বামে হযরত উম্মু রসূলিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা  কা’বা আলাইহাস সালাম এবং উনার জাওযুম মুকাররাম, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা আলাইহিস সালাম উনারা নিজেরা যেমন পবিত্র শরয়ী পর্দা পালন এবং সম্মানিত সুন্নতী আমল মুবারক করেছেন, তদনুযায়ী উনাদের মুবারক উসীলায় কায়িনাতবাসী লাভ করেছেন পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ, কোটি কোটি কণ্ঠে পবিত্র মীলাদ শরীফ, পবিত্র আইয়্যামুল্লাহ শরীফ, আন্তর্জাতিক সম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার কেন্দ্র, সম্মানিত সুন্নত পালনের অভ্যস্ততা ইত্যাদি। সুবহানাল্লাহ!

আবা-২৮০



সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহা সম্মানিতা আম্মা আওলাদুর রসূল, সাইয়্যিদাতুনা আমাদের- হযরত দাদী হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনার সাওয়ানেহে উমরী মুবারক-পর্ব-৬৯

 পঞ্চদশ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাদ্দিদে আ’যম, আওলাদুর রসূল, ইমাম রাজারবাগ শরীফ উনার সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহা সম্মানিতা আম্মা, আওলাদুর রসূল, সাইয়্যিদাতুনা আমাদের- হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনার সীমাহীন ফাদ্বায়িল-ফদ্বীলত, বুযূর্গী-সম্মান, মান-শান, বৈশিষ্ট্য এবং উনার অনুপম মাক্বাম সম্পর্কে কিঞ্চিৎ আলোকপাত-

মুবারক শৈশব ও কৈশোর থেকেই সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনার সুন্নত মুবারক এবং শরয়ী পর্দা পালনের একনিষ্ঠ অভ্যস্ততা:

পবিত্র হাদীছে কুদসী শরীফে ইরশাদ মুবারক হয়েছে:

لَا يَزَالُ عَبْدِي يَتَقَرَّبُ إلَيَّ بِالنَّوَافِلِ حَتّٰى أُحِبَّهٗ، فَإِذَا أَحْبَبْتُهٗ كُنْتُ سَمْعَهُ الَّذِيْ يَسْمَعُ بِهٖ، وَبَصَرَهُ الَّذِيْ يُبْصِرُ بِهٖ، وَيَدَهُ الَّتِي يَبْطِشُ بِهَا، وَرِجْلَهُ الَّتِيْ يَمْشِيْ بِهَا، وَلَئِنْ سَأَلَنِيْ لَأُعْطِيَنَّهٗ

অর্থ: “বান্দা নিরবিচ্ছিন্নভাবে আমার নফল ইবাদত করতে করতে এতটুকু নৈকট্য-সান্নিধ্য লাভ করেন যে, স্বয়ং আমি উনার কান হয়ে যাই, তিনি আমার কুদরতী কান মুবারকে শোনেন। আমি উনার চক্ষু হয়ে যাই, তিনি আমার কুদরতী চক্ষু মুবারকে দেখেন। আমি উনার হাত হয়ে যাই, তিনি আমার কুদরতী হাত মুবারকে স্পর্শ করেন। আমি উনার পা হয়ে যাই, তিনি আমার কুদরতী পা মুবারকে চলালচল করেন। ওই বান্দা যদি আমার কাছে কোনো নিয়ামত চান, আমি সাথে সাথেই উনাকে তা দিয়ে দিই।” সুবহানাল্লাহ! পাবিত্র হাদীছ শরীফখানা বক্ষমাণ নিবন্ধে পূর্বেও উল্লেখ করা হয়েছে।

ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, ক্বায়িম-মাক্বামে উম্মু রসূলিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আখাছছুল খাছ আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম তিনি একনিষ্ঠ ও দায়িমীভাবে যে সম্মানিত শরয়ী পর্দা পালন করেছেন, তা সকলের জন্যই মুবারক দৃষ্টান্ত হয়ে আছেন। সুবহানাল্লাহ!

আখাছছুল খাছ আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম এবং ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, ক্বায়িম-মাক্বামে হযরত আবূ রসূলিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ফখরুল আউলিয়া, ছাহিবে ইসমে আ’যম, গরীবে নেওয়াজ, লিসানুল হক্ব, আওলাদুর রসূল, আখাছছুল খাছ আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল মুত্বহ্হার, আল মুত্বহ্হির, আছ ছমাদ সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা আলাইহিস সালাম উনাদের সম্মানিত সুন্নত এবং সম্মানিত শরয়ী পর্দা পালনের কারণেই কায়িনাতবাসী সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম,  ইমামুল উমাম, আন নি’মাতুল উযমা আলাল আলাম, হুজ্জাতুল ইসলাম, ছাহিবে কুন ফাইয়াকুন, ইমামুদ দুনিয়া ওয়াল আখিরাহ, আছ ছমাদ, আওলাদুর রসূল, হাবীবুল্লাহ, আখাছছুল খাছ আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কা’বা আলাইহিস সালাম উনাকে, উনার ছাহিবাতুল মুকাররামা, ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, ক্বায়িম-মাক্বামে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম, আখাছছুল খাছ আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল মুত্বাহ্হার, আল মুত্বহ্হির, আছছমাদ সাইয়্যিদাতুনা হযরত আম্মা হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনাকে এবং উনাদের মহাসম্মানিত হযরত আহলু পাক আলাইহিমুস সালাম উনাদেরকে লাভ করতে পেরেছেন। সুবহানাল্লাহ!

একই কারণে কায়িনাতবাসী পবিত্র “ফালইয়াফরহূ শরীফ” অর্থাৎ পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ, কোটি কোটি কণ্ঠে মীলাদ শরীফ এবং পবিত্র রাজারবাগ দরবার শরীফ উনাদের সীমাহীন নিয়ামত লাভে ধন্য হচ্ছেন। (চলবে)

আবা-২৭৯


সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহা সম্মানিতা আম্মা আওলাদুর রসূল, সাইয়্যিদাতুনা আমাদের- হযরত দাদী হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনার সাওয়ানেহে উমরী মুবারক-পর্ব-৬৮

 পঞ্চদশ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাদ্দিদে আ’যম, আওলাদুর রসূল, ইমাম রাজারবাগ শরীফ উনার সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহা সম্মানিতা আম্মা, আওলাদুর রসূল, সাইয়্যিদাতুনা আমাদের- হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনার সীমাহীন ফাদ্বায়িল-ফদ্বীলত, বুযূর্গী-সম্মান, মান-শান, বৈশিষ্ট্য এবং উনার অনুপম মাক্বাম সম্পর্কে কিঞ্চিৎ আলোকপাত-

মুবারক শৈশব ও কৈশোর থেকেই সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনার সুন্নত মুবারক এবং শরয়ী পর্দা পালনেরএকনিষ্ঠ অভ্যস্ততা:

পূর্ব প্রকাশিত পবিত্র হাদীছ শরীফ উনার সম্মানিত আমল মুবারক জীবনে বাস্তবায়ন করতে গিয়ে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম, আখাছছুল খাছ হযরত আউলিয়া কিরাম  রহমতুল্লাহি আলাইহিম, মহান মুজাদ্দিদ রহমতুল্লাহি আলাইহিম, গউস, কুতুব-আবদাল, নজীব-নুজাবা, নক্বীব-নুক্বাবা, ইমাম-মুজতাহিদ রহমতুল্লাহি আলাইহিম উনারা প্রত্যেকেই আপন আপন অবস্থান অনুযায়ী পবিত্রতম দরূদ শরীফ পাঠ, পবিত্রতম ক্বিয়াম শরীফ, পবিত্রতম মীলাদ শরীফ পাঠ এবং সম্মানিত সুন্নত শরীফ উনাদের সূক্ষ্মাতিসূক্ষ্ম ও পুঙ্খানুপুঙ্খ অনুসরণসহ মুবারক জীবনব্যাপী সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্রতম ছানা-ছিফত মুবারক করেছেন, শান-মান, মর্যাদা-মাক্বাম বর্ণনা করেছেন এবং হাক্বীক্বীভাবে পালন করার আপ্রাণ কোশেশ করেছেন। সুবহানাল্লাহ!

ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, ক্বায়িম-মাক্বাম উম্মু রসূলিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, উম্মু সাইয়্যিদে মুজাদ্দিদিদিল আ’যম আলাইহিস সালাম, জাদ্দাতু হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম, আখাছছুল খাছ আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম তিনি উপরোক্ত মুবারক সকল বিষয়  মুবারক মন ও মননে ধারণ, অনুধাবন, করেছেন এবং পবিত্রতম বিছাল শরীফ অবধি দায়িমীভাবে আমল করেছেন। সুবহানাল্লাহ!

অর্থাৎ সাইয্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম তিনি উনার সমগ্র মুবারক জীবন নির্বাহে যাবতীয় কার্যাদি পরিপূর্ণরূপে শরয়ী পর্দাপালনসহ পবিত্র সুন্নাহ শরীফ তথা সম্মানিত শরীয়ত অনুযায়ী পবিত্রতম হায়াতে যিন্দেগী মুবারক উনার প্রতিটি মুহূর্ত অতিক্রম করেছেন। এ কারণেই তিনি উপরোক্ত পবিত্র হাদীছ শরীফ উনার পরিপূর্ণ মিছদাক্ব। সুবহানাল্লাহ! (চলবে)

আবকা-২৭৮



সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহা সম্মানিতা আম্মা আওলাদুর রসূল, সাইয়্যিদাতুনা আমাদের- হযরত দাদী হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনার সাওয়ানেহে উমরী মুবারক-পর্ব-৬৭

 পঞ্চদশ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাদ্দিদে আ’যম, আওলাদুর রসূল, ইমাম রাজারবাগ শরীফ উনার সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহা সম্মানিতা আম্মা, আওলাদুর রসূল, সাইয়্যিদাতুনা আমাদের- হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনার সীমাহীন ফাদ্বায়িল-ফদ্বীলত, বুযূর্গী-সম্মান, মান-শান, বৈশিষ্ট্য এবং উনার অনুপম মাক্বাম সম্পর্কে কিঞ্চিৎ আলোকপাত-

মুবারক শৈশব ও কৈশোর থেকেই সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনার সুন্নত মুবারক এবং শরয়ী পর্দা পালনের একনিষ্ঠ অভ্যস্ততা:

পবিত্র এই আয়াত শরীফ উনার প্রেক্ষিতে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে: “হযরত উবাই বিন কা’ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত:

عَنْ حَضْرَتْ أُبَـىِّ بْنِ كَعْبٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ قُلْتُ يَا رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنِّـيْ أُكْثِرُ الصَّلاَةَ عَلَيْكَ فَكَمْ أَجْعَلُ لَكَ مِنْ صَلَاتِيْ فَقَالَ ‏”‏مَا شِئْتَ‏”‏ ‏.‏ قَالَ قُلْتُ الرُّبُعَ ‏.‏ قَالَ ‏”‏مَا شِئْتَ فَإِنْ زِدْتَ فَهُوَ خَيْرٌ لَّكَ”‏ ‏.‏ قُلْتُ النِّصْفَ ‏.‏ قَالَ ‏”‏مَا شِئْتَ فَإِنْ زِدْتَ فَهُوَ خَيْرٌ لَّكَ‏”‏ ‏.‏ قَالَ قُلْتُ فَالثُّلُثَيْنِ ‏.‏ قَالَ ‏”‏مَا شِئْتَ فَإِنْ زِدْتَ فَهُوَ خَيْرٌ لَّكَ”‏ ‏.‏ قُلْتُ أَجْعَلُ لَكَ صَلاَتِيْ كُلَّهَا‏.‏ قَالَ ‏”‏إِذًا تُكْفٰى هَـمُّكَ وَيُغْفَرُ لَكَ ذَنْبُكَ”‏

অর্থ: “হযরত উবাই বিন কা’ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি একদা নিবেদন করেন: ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমি আপনার পবিত্রতম শান মুবারকে অধিক পরিমাণে পবিত্র ছলাত শরীফ পাঠ করতে চাই। সুতরাং, পবিত্র ছলাত শরীফ পাঠে আমি কতোটুকু সময় নির্ধারণ করবো? নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন: যতটুকু সময় আপনি ইচ্ছা করেন। তখন হযরত উবাই বিন কা’ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি নিবেদন করেন: ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমি চার ভাগের একভাগ সময় ব্যয় করতে চাই। এই প্রেক্ষিতে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন: আপনার ইচ্ছা। তবে আরো বেশি করতে পারলে আপনার জন্য কল্যাণকর হবে। হযরত উবাই বিন কা’ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি নিবেদন করেন: ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! তা হলে আমি অর্ধেক সময় পবিত্র ছলাত শরীফ পাঠে ব্যয় করতে চাই। তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন: আপনার ইচ্ছা। তবে সময় আরো বৃদ্ধি করলে আপনার জন্য কল্যাণকর হবে। হযরত উবাই বিন কা’বা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি তখন নিবেদন করেন: ইয়া রসূলাল্লাহ ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমি আমার জীবনের দুই-তৃতীয়াংশ সময় আপনার পবিত্রতম শান মুবারকে পবিত্র ছলাত শরীফ পাঠে ব্যয় করতে চাই। এই প্রেক্ষিতে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন: আপনার ইচ্ছা। তবে আরো সময় বৃদ্ধি করতে পারলে আপনি আরো বেশি লাভবান হবেন। তখন হযরত উবাই বিন কা’বা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি নিবেদন করেন: ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! তাহলে আমি আমার জীবনের পুরো সময়টাই আপনার পবিত্রতম শানে ছলাত শরীফ পাঠে, তথা পবিত্র ছানা-ছিফত মুবারকে ব্যয় করবো। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, মাশুকে মাওলা, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এ প্রেক্ষিতে ইরশাদ মুবারক করেন: যদি আপনি তা করতে পারেন, তাহলে আপনার জীবনের সমস্ত চাহিদা পূরণ করে আপনার সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়া হবে। সুবহানাল্লাহ! (তিরমিযী শরীফ, মিশকাত শরীফ)

উপরোক্ত পবিত্র হাদীছ শরীফ থেকে প্রমাণিত হয় যে, প্রত্যেক জিন-ইনসান, বিশেষ করে প্রত্যেক মুসলমান পুরুষ-মহিলা সকলের জন্য দায়িমীভাবে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, মাশুকে মাওলা, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্রতম শান মুবারকে পবিত্র ছলাত-সালাম শরীফ পাঠ করা অর্থাৎ পবিত্রতম ছানা ছিফত মুবারকে মশগুল থাকা ফরয আইনের অন্তর্ভুক্ত। (চলবে)

লিংক-২৭৭



সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহা সম্মানিতা আম্মা আওলাদুর রসূল, সাইয়্যিদাতুনা আমাদের- হযরত দাদী হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনার সাওয়ানেহে উমরী মুবারক-পর্ব-৬৬


 
পঞ্চদশ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাদ্দিদে আ’যম, আওলাদুর রসূল, ইমাম রাজারবাগ শরীফ উনার সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহা সম্মানিতা আম্মা, আওলাদুর রসূল, সাইয়্যিদাতুনা আমাদের- হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনার সীমাহীন ফাদ্বায়িল-ফদ্বীলত, বুযূর্গী-সম্মান, মান-শান, বৈশিষ্ট্য এবং উনার অনুপম মাক্বাম সম্পর্কে কিঞ্চিৎ আলোকপাত

মুবারক শৈশব ও কৈশোর থেকেই সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনার সুন্নত মুবারক এবং শরয়ী পর্দা পালনের একনিষ্ঠ অভ্যস্ততা:

মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তা’য়ালা তিনি পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন:

كُلَّ يَوْمٍ هُوَ فِـىْ شَأْنٍ

অর্থ: “মহান আল্লাহ পাক তিনি প্রতিদিন তথা প্রতি মুহূর্ত, প্রতিক্ষণ, অনুক্ষণ নতুন নতুন শান মুবারকে অধিষ্ঠিত থাকেন।” (পবিত্র সূরা আররহমান শরীফ: পবিত্র আয়াত শরীফ ২৯)

পবিত্র আয়াত শরীফ উনার ব্যাখ্যায় বলা হয়, মহান আল্লাহ পাক তিনি সদা-সর্বদা সমভাবে একই শান মুবারকে অধিষ্ঠিত থাকেন। তিনি নতুন কোনো শান মুবারক ধারণ ও প্রকাশ করেন না। তবে মহান আল্লাহ পাক উনার সীমাহীন শান মুাবরক থেকে কোনো কোনো শান মুবারক কখনো কখনো প্রকাশিত হয়। সুবহানাল্লাহ!

এ ক্ষেত্রে একান্ত সূক্ষ্মভাবে উপলব্ধির বিষয় হলো, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালীন, খতামুন নাবিয়্যীন, আকরামুল আউওয়ালীন ওয়াল আখিরীন, রহমাতুল্লিল আলামীন, মাশুকে মাওলা, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহানতম শানে নিরবচ্ছিন্ন মুহব্বত মুবারকে মহান আল্লাহ পাক উনার দায়িমীভাবে মশগুল থাকা এবং পবিত্রতম ছলাত শরীফ পাঠ করা, অর্থাৎ সীমাহীন ছানা-ছিফত মুবারক করার বিষয়টি “কখনো কখনো নয় (বিরতিহীনভাবে নয়)” বরং সার্বক্ষণিকভাবে। মহান আল্লাহ পাক তিনি অনুক্ষণ উনার প্রিয়তম হাবীব, প্রিয়তম মাশুক, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সীমাহীন, উনার অন্তহীন শান মুবারকে দায়িমীভাবে পবিত্রতম ছলাত শরীফ পাঠ এবং উনার পবিত্রতম ছানা-ছিফত মুবারকে মশগুল রয়েছেন। সুবহানাল্লাহ!

খলিক্ব, মালিক, রব মহান আল্লাহ পাক সুবহানাহূ ওয়া তায়ালা তিনি শুধু নিজেই যে পবিত্র ছলাত শরীফ পাঠে এবং পবিত্র ছানা ছিফতে মশগুল রয়েছেন এমন নয়। সমস্ত মাখলূক্বাতকেও তিনি উনার প্রিয়তম হাবীব, প্রিয়তম মাশুক, আকরামুল আউওয়ালীন ওয়াল আখিরীন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ছলাত শরীফ পাঠে এবং উনার মহাসম্মানিত ছানা ছিফত মুবারকে মশগুল থাকার জন্য পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে নির্দেশনা মুবারক দিয়েছেন। সুবহানাল্লাহ! (চলবে)

সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহা সম্মানিতা আম্মা আওলাদুর রসূল, সাইয়্যিদাতুনা আমাদের- হযরত দাদী হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনার সাওয়ানেহে উমরী মুবারক-পর্ব-৬৫

 

পঞ্চদশ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাদ্দিদে আ’যম, আওলাদুর রসূল, ইমাম রাজারবাগ শরীফ উনার সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহা সম্মানিতা আম্মা, আওলাদুর রসূল, সাইয়্যিদাতুনা আমাদের- হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনার সীমাহীন ফাদ্বায়িল-ফদ্বীলত, বুযূর্গী-সম্মান, মান-শান, বৈশিষ্ট্য এবং উনার অনুপম মাক্বাম সম্পর্কে কিঞ্চিৎ আলোকপাত-

মুবারক শৈশব ও কৈশোর থেকেই সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কাবা আলাইহাস সালাম উনার সুন্নত মুবারক এবং শরয়ী পর্দা পালনের একনিষ্ঠ অভ্যস্ততা:

সাইয়্যিদে মুজাদ্দিদে আযম, গাউছুল আযম, ইমামুল আইম্মাহ, ইমামুল উমাম, আন নিমাতুল উজমা আলাল আলাম, হাবীবুল্লাহ, আওলাদুর রসূল, সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কাবা আলাইহিস সালাম উনাকে মূল নিয়ামত হিসেবে পবিত্রতম রেহেম শরীফে ধারণকালে সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কাবা আলাইহাস সালাম তিনি কোনোই কষ্টভোগ করেননি। অত্যন্ত হালকাবোধ করেছেন। সুবহানাল্লাহ!

অনেক গউছ, কুতুব, আবদাল, নজীব-নুজাবা, নক্বীব-নুক্বাবা, ইমাম, মুজতাহিদ, মুজাদ্দিদ, ওলীআল্লাহ উনারা প্রতিনিয়ত সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কাবা আলাইহিস সালাম উনার খিদমত মুবারক রূহানীভাবে তাশরীফ মুবারক এনে উনাকে সশ্রদ্ধ সালাম মুবারক পেশ করেছেন। উনাকে সুসংবাদ মুবারক দিয়েছেন যে, তিনি (সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কাবা আলাইহাস সালাম) কায়িনাতবাসির সার্বিক কল্যাণের জন্য যাঁকে হাদিয়া করতে যাচ্ছেন, তিনি হলেন কুল কায়িনাতের শ্রেষ্ঠতম নিমাতে উজমা, কুল কায়িনাতের রাহবারে আযম, গোটা বিশ্বের সকল জিন-ইনসানের মুক্তির একমাত্র দিশারী, সকল বিধর্মীদের নিপাতকারী, সর্বনিকৃষ্ট ধর্ম ব্যবসায়ী উলামায়ে সূদের বিনাশসাধনকারী, সম্মানিত সুন্নত যিন্দাকারী এবং নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার রেখে যাওয়া সম্মানিত দ্বীন-ইসলাম উনাকে হাক্বীক্বীভাবে যিন্দাকারী এবং যমীনে বাস্তবায়নকারী। সুবহানাল্লাহ!

স্বয়ং সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, মাশুকে মাওলা হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার খাছ আওলাদ, উনার খাছ আহলু বাইত শরীফ, ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, ক্বায়িম মাক্বামে সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুনা হযরত দাদীজান ক্বিবলা কাবা আলাইহাস সালাম উনাকে অনেকবার, বহুবার, শতবার, হাজারবার মুবারক সুংবাদ জানিয়েছেন যে, তিনি উনার পবিত্রতম রেহেম শরীফে ধারণ করেছেন, বেমেছাল মর্যাদা ও মাক্বামসম্পন্ন এমন এক মহাসম্মানিত আওলাদ, যিনি সাইয়্যিদে মুজাদ্দিদে আযম, যিনি ইমামুল উমাম, যিনি আন নিমাতুল উজমা আলাল আলাম, যিনি হাক্বীক্বী ক্বায়িম-মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আরো জানিয়েছেন যে, ক্বিয়ামতব্যাপী পরিব্যাপ্ত ও কার্যকর উনার অপ্রতিরোধ্য তাজদীদ মুবারক উনার প্রভাব ও বিস্তার ঘটবে কুল কায়িনাতব্যাপী। তিনি বাতিল বিনাশকারী, তিনি হক্ব প্রতিষ্ঠাকারী। সুবহানাল্লাহ!

প্রাণের আক্বা, ক্বিবলা কাবা সাইয়্যিদে মুজাদ্দিদে আযম, ইমামুল উমাম, আন নিমাতুল উজমা আলাল আলাম, সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি পবিত্র রেহেম শলীফে মুবারক তাশরীফ গ্রহণের পর উনার মহাসম্মানিত আম্মাজান আলাইহাস সালাম উনাকে স্বপ্নে ও জাগরণে প্রতিদিন, প্রতি মুহূর্ত জানানো হয়েছে: আপনি মহা-সম্মানিতা। আপনি পরম ভাগ্যবতী। পবিত্র রেহেম শরীফে আপনি যে মহাসম্মানিত এবং মহা মর্যাদা ও মাক্বামসম্পন্ন বুযুর্গ আওলাদ ধারণ করেছেন, তিনি কায়িনাবাসীর সর্বক্ষণের ধ্যান, জ্ঞান, মনোযোগ, আনুগত্য ও মুরকাবার ক্বিবলা কাবা। উনার দূর্বার তাজদীদে সম্মানিত দ্বীন-ইসলাম নবায়ন হবে। সুবহানাল্লাহ!

মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তায়ালা তিনি পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন:

إِنَّ اللهَ وَمَلَائِكَتَهيُصَلُّوْنَ عَلَى النَّبِيِّ

অর্থ: নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি এবং উনার সমস্ত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, মাশুকে মাওলা হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র শান মুবারকে সৃষ্টির আদিকাল থেকে পবিত্রতম সাইয়্যিদুল আইয়াদ শরীফ পালনে মশগুল রয়েছেন। সুবহানাল্লাহ! (পবিত্র সূরা আহযাব শরীফ: পবিত্র আয়াত শরীফ- ৫৬)

ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কাবা আলাইহাস সালাম তিনি এমন এক বুযুর্গ আওলাদ কায়িনাতবাসীকে হাদিয়া করেছেন, যিনি মহান আল্লাহ পাক উনার আখাছছুল খাছ আমল মুবারক, অর্থাৎ মহাপবিত্রতম সাইয়্যিদুল আইয়াদ শরীফ অনন্তকালের জন্য জারী করেছেন এবং সর্বক্ষণ পালন করে যাচ্ছেন। সুবহানাল্লাহ!  (চলবে)

আবা-২৭৫

সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহা সম্মানিতা আম্মা আওলাদুর রসূল, সাইয়্যিদাতুনা আমাদের- হযরত দাদী হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনার সাওয়ানেহে উমরী মুবারক-পর্ব-৬৪


 
পঞ্চদশ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাদ্দিদে আ’যম, আওলাদুর রসূল, ইমাম রাজারবাগ শরীফ উনার সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহা সম্মানিতা আম্মা, আওলাদুর রসূল, সাইয়্যিদাতুনা আমাদের- হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনার সীমাহীন ফাদ্বায়িল-ফদ্বীলত, বুযূর্গী-সম্মান, মান-শান, বৈশিষ্ট্য এবং উনার অনুপম মাক্বাম সম্পর্কে কিঞ্চিৎ আলোকপাত-

মুবারক শৈশব ও কৈশোর থেকেই সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনার সুন্নত মুবারক এবং শরয়ী পর্দা পালনের একনিষ্ঠ অভ্যস্ততা:

একজন মানুষ তার দুনিয়াবী বিভিন্ন কাজ যেমন: বিয়ে শাদী, ব্যবসা-বাণিজ্য ইত্যাদি হিসেব করে পবিত্র সুন্নতী তারিখ, পবিত্র সুন্নতী দিন, পবিত্র সুন্নতী সময়ে সমাধা করতে পারে। বিষয়টি অনেকাংশে মানুষের ইখতিয়ারাধীন। কিন্তু পবিত্র রগায়িব শরীফ, পবিত্র বিলাদত শরীফ এবং পবিত্র বিছাল শরীফ উনাদের তারিখ, দিন ও সময় ইচ্ছে করলেও সম্মানিত সুন্নতী তারতীবে করা আদৌ সম্ভব নয়। মুবারক এ বিষয়গুলো মহান আল্লাহ পাক উনার কুদরত এবং ক্বসিমুন নিয়াম, সাইয়্যিদুল আনাম, নূরে মুজাসসাম, মাশুকে মাওলা, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দয়া-দান, ইহসান ও মু’জিযা শরীফ উনাদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ!

যিনি মক্ববুল, যিনি আখাছছুল খাছ, যিনি মুরাদ শ্রেণির ওলীআল্লাহ, যিনি বিলায়েতে কুবরার ধারক ও বাহক এবং যিনি পরিপূর্ণরূপে মহান আল্লাহ পাক উনার এবং উনার প্রিয়তম রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের দায়িমী নিসবতে মশগুল এবং যিনি উনাদের পক্ষে যাবতীয় কাজ সম্পাদনকারী উনার মুবারক ক্ষেত্রেই এই সম্মানিত সুন্নতসমূহ পালিত হয়ে থাকে। সুবহানাল্লাহ!

একই মুবারক কারণে ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, ক্বায়িম-মাক্বামে হযরত উম্মু রসূলিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আখাছছুল খাছ আহলে বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম তিনি সম্মানিত রজবুল হারাম শরীফ মাস উনার ২৭ তারিখে পবিত্র লাইলাতুল মি’রাজ শরীফ রজনীতে কায়িনাতের সর্বশ্রেষ্ঠ নি’মাতুল উজমা, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, আওলাদে রসূল, ক্বায়িম-মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, হাবীবুুল্লাহ, সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কা’বা আলাইহিস সালাম উনাকে পবিত্রতম রেহেম শরীফে মূল নিয়ামত হিসেবে ধারণ করেছেন। অভিন্ন কারণে পবিত্র ১২ই রবীউল আউওয়াল শরীফে উনাকে কুল কায়িনাতবাসীর হিদায়েত ও নছীহতের জন্য হাদিয়া মুবারক করেছেন। সুবহানাল্লাহ!

উপরোক্ত আলোচনায় যে মুবারক বিষয়টি সুস্পষ্টভাবে পরিস্ফুটিত হয় তা হলো, সূক্ষ্মদর্শী মাহবুব ওলীআল্লাহ উনাদেরকে অবিচ্ছিন্ন নিগূঢ় নৈকট্যসুধায় ধন্য করার জন্য মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তায়ালা তিনি উনাদেরকে আমল ও কোশেশ বহির্ভূত সাধ্যাতীত সম্মানিত সুন্নত মুবারকসমূহ কুদরতীভাবে পালনের অনুকুল ক্ষেত্র তৈরী করে দিয়ে থাকেন। ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, ক্বায়িম মাক্বামে সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম তিনি উল্লিখিত নিয়ামত উনার ধারক ও বাহক এবং পরিপূর্ণ মিছদাক্ব। সুবহানাল্লাহ!চলবে

আবা-২৭৪





সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহা সম্মানিতা আম্মা আওলাদুর রসূল, সাইয়্যিদাতুনা আমাদের- হযরত দাদী হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনার সাওয়ানেহে উমরী মুবারক-পর্ব-৬৩

 

পঞ্চদশ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাদ্দিদে আ’যম, আওলাদুর রসূল, ইমাম রাজারবাগ শরীফ উনার সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহা সম্মানিতা আম্মা, আওলাদুর রসূল, সাইয়্যিদাতুনা আমাদের-

হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম

উনার সীমাহীন ফাদ্বায়িল-ফদ্বীলত, বুযূর্গী-সম্মান, মান-শান, বৈশিষ্ট্য এবং উনার অনুপম মাক্বাম সম্পর্কে কিঞ্চিৎ আলোকপাত-

মুবারক শৈশব ও কৈশোর থেকেই সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনার সুন্নত মুবারক এবং শরয়ী পর্দা পালনের একনিষ্ঠ অভ্যস্ততা:

দুনিয়ার প্রত্যেক ওলীআল্লাহ, গউছ, কুতুব, আবদাল, ইমাম, মুজতাহিদ, মুজাদ্দিদ উনাদের মুবারক ক্ষেত্রে আমরা একই সুমহান আদর্শ ও নিয়মের বহিঃপ্রকাশ দেখতে পাই। সুবহানাল্লাহ!

তা’ হলে যামানার ইমাম ও মুজতাহিদ, খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, ইমামুশ শরীয়ত ওয়াত তরীক্বত,  মুহইস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন, হাকিমুল হাদীছ, হুজ্জাতুল ইসলাম, রসূলে নু’মা, সুলত্বানুল আরিফীন, সুলত্বানুল আউলিয়া ওয়াল মাশায়িখ, ইমামুল আইম্মাহ, ক্বইয়্যূমুয যামান, জাব্বারিউল আউওয়াল, ক্বউইয়্যূল আউওয়াল, সুলত্বানুন নাছীর, হাবীবুল্লাহ, জামিউল আলক্বাব, জামিউন নি’মাত, জামিউন নিসবত, আন নি’মাতুল উজমা আলাল আলাম, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, আওলাদুর রসূল, ইমামুল উমাম, আখাছছুল খাছ আহলে বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কা’বা আলাইহিস সালাম-

যিনি সম্মানিত শরীয়ত উনার প্রতিটি ক্ষেত্রে চূড়ান্ত পর্যায়ের এবং শীর্ষতম মাক্বামের মুবারক তাজদীদ করে যাচ্ছেন এবং সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, মাশুকে মাওলা, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সমস্ত সম্মানিত সুন্নত জারী ও পালন করে যাচ্ছেন-

যিনি অনন্তকালব্যাপী পবিত্রতম সাইয়্যিদুল আইয়াদ শরীফ এবং কোটি কণ্ঠে পবিত্র মীলাদ শরীফ জারী করেছেন, যিনি দুনিয়াবী সকল কুফর, শিরক, বিদয়াত, বেশরা দূরীভূত করছেন এবং তাবৎ উলামায়ে সূ’সহ কাফির মুশরিকদের নিপাত করছেন, উনাকে পাওয়ার জন্য কী পরিমাণ তাক্বওয়াধারী, কী পরিমাণ সম্মানিত সুন্নত ও সম্মানিত পর্দাপালনকারী শীর্ষ মাক্বামের বুযূর্গ পিতা-মাতা আলাইহিমাস সালাম প্রয়োজন, তা’ প্রকাশের ভাষা আজো সৃষ্টি হয়নি। সুবহানাল্লাহ!

পবিত্র সুন্নতপালনের ক্ষেত্রে একটি বিষয় বিশেষভাবে লক্ষ্যণীয়। তা হলো, সূক্ষ্মদর্শী মাহবূব ওলীআল্লাহগণ উনারা স্বতঃপ্রবৃত্ত হয়ে যাবতীয় সম্মানিত সুন্নতপালন করে থাকেন। সাথে সাথে উনাদের অজান্তেও উনাদের ইখতিয়ার বহির্ভূত অনেক সম্মানিত সুন্নত পালিত হয়ে থাকে। যা মহান আল্লাহ পাক সুবহানাহূ ওয়া তায়ালা এবং উনার প্রিয়তম রসূল, নূরে মুজাসসাম, মাশুকে মাওলা, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের আখাছছুল খাছ দয়া-দান ইহসানের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ!

একান্ত নৈকট্যধন্য মাহবূব ওলীআল্লাহ ব্যতীত অজানা সুন্নত (যে সব সম্মানিত সুন্নতপালন আপন ইখতিয়ার বহির্ভূত) পালন করা কস্মিনকালেও সম্ভব নয়। ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, ক্বায়িম-মাক্বামে হযরত আবূ রসূলিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আখাছছুল খাছ আহলে বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা আলাইহিস সালাম, ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, ক্বায়িম-মাক্বামে হযরত উম্মু রসূলিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আখাছছুল খাছ আহলে বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম এবং প্রাণের আক্বা ক্বিবলা কা’বা মুজাদ্দিদে মাদারযাদ, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, আন নি’মাতুল কুবরা আলাল আলাম, হুজ্জাতুল ইসলাম, গউছুল আ’যম, ইমামুল উমাম, আওলাদে রসূল, জামিউন নিসবত, জামিউন নি’মাত, জামিউল আলক্বাব, ছাহিবু সুলত্বানিন নাছীর, আখাছছুল খাছ আহলে বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কা’বা আলাইহিস সালাম উনাদের যাবতীয় বিষয় উপরোক্ত মুবারক তারতীব উনাদের অনুরূপ। অর্থাৎ পবিত্র রগায়িব শরীফ, পবিত্র বিলাদত শরীফ, পবিত্র নিসবাতুল আযীম শরীফ, পবিত্র বিছাল শরীফসহ সকল প্রকার ঘটনা ও কার্যাবলী এই নিয়ম, অর্থাৎ সম্মানিত সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ!

 আবা-২৭৩