শানে ইমামুস সাদিস আলাইহিস সালাম
জিন্দাবাদ, জিন্দাবাদ
আহলে বাইত- জিন্দাবাদ
আওলাদে রসূল- জিন্দাবাদ
আলে রসূল- জিন্দাবাদ
মক্ববুল ইমাম- জিন্দাবাদ
ছিদ্দীক্ব, ছাদিক্ব- জিন্দাবাদ।
বেমেছাল শানে শানদার ইমামুস সাদিস
খোদার রাহে জীবন চালনায় হলেন নির্ভিক।
১২ ইমাম উনাদের অন্যতম স্মৃতির সোনালি খাতায়
হলেন তিনি আহলে বাইত রসূলী আওলাদ।
জিন্দাবাদ, জিন্দাবাদ
আহলে বাইত- জিন্দাবাদ
আওলাদে রসূল- জিন্দাবাদ
আলে রসূল- জিন্দাবাদ
মক্ববুল ইমাম- জিন্দাবাদ
ছিদ্দীক্ব, ছাদিক্ব- জিন্দাবাদ।
ইলিম আমল ইখলাছে হলেন তিনি বেমেছাল
অবিস্মরণীয় হয়ে আছেন এ ধরায় চিরকাল।
ছদিক্ব লক্ববে তিনি ভূষিত হন জাহানে
আউলিয়াদের গগনে হলেন জ্যোৎস্নার চাঁদ।
জিন্দাবাদ, জিন্দাবাদ
আহলে বাইত- জিন্দাবাদ
আওলাদে রসূল- জিন্দাবাদ
আলে রসূল- জিন্দাবাদ
মক্ববুল ইমাম- জিন্দাবাদ
ছিদ্দীক্ব, ছাদিক্ব- জিন্দাবাদ।
ওলীয়ে কামিল হন, হন ইমাম উনাদের ইমাম
নূরে হলো মুখরিত এই ধরার তামাম।
যাহির আর বাতিনে হন সবার সেরা
সুনাম খ্যাতিতে তিনি হলেন আসাদ।
জিন্দাবাদ, জিন্দাবাদ
আহলে বাইত- জিন্দাবাদ
আওলাদে রসূল- জিন্দাবাদ
আলে রসূল- জিন্দাবাদ
মক্ববুল ইমাম- জিন্দাবাদ
ছিদ্দীক্ব, ছাদিক্ব- জিন্দাবাদ।
ইমামে আ’যম উনার হন যে মুর্শিদ
সুলত্বানুল আরিফীনও হন না তা থেকে বায়ীদ।
ইমাম মালিক হলেন উনার একান্ত শিষ্য
সমকালীন আলিমদের হন হৃদী ফুয়াদ।
জিন্দাবাদ, জিন্দাবাদ
আহলে বাইত- জিন্দাবাদ
আওলাদে রসূল- জিন্দাবাদ
আলে রসূল- জিন্দাবাদ
মক্ববুল ইমাম- জিন্দাবাদ
ছিদ্দীক্ব, ছাদিক্ব- জিন্দাবাদ।
উনার মুহব্বত হলো রসূল উনার মুহব্বত
উনার বিরোধিতায় ফাটল রসূল উনার নিসবত।
আলে রসূল হলেন জাহানের সেরা নিয়ামত
ক্বদর না করিলে হবে ঈমান আমল বরবাদ।
জিন্দাবাদ, জিন্দাবাদ
আহলে বাইত- জিন্দাবাদ
আওলাদে রসূল- জিন্দাবাদ
আলে রসূল- জিন্দাবাদ
মক্ববুল ইমাম- জিন্দাবাদ
ছিদ্দীক্ব, ছাদিক্ব- জিন্দাবাদ।
0 Comments:
Post a Comment