হুব্বে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -১১


হুব্বে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -১১

আবু সুফইয়ান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু হুদাইবিয়া সন্ধি নবায়ন উপলক্ষে মদীনা শরীফে গিয়ে উনার কন্যা উম্মুল মুমিনীন উম্ম হাবীবাহ আলাইহাস সালাম উনাকে দেখতে তার ঘরে যান (তখন আবু সুফিয়ান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ইসলাম গ্রহন করেননি)। তিনি উনার গৃহে প্রবেশ করে হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিছানার উপর বসতে উদ্যত হন। এমন সময় তার কন্যা বিছানাটি গুটিয়ে ফেলেন। আবু সুফইয়ান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, হে আমার কন্যা! আপনি কি আমার জন্য এ বিছানাকে অপছন্দ করছেন? নাকি বিছানার জন্য আমাকে অপছন্দ করছো? তিনি উত্তরে বলেন,
هُوَ فِراشُ رَسولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنْتَ مُشْرِكٌ نَجَسٌ، فَلَمْ أُحِبَّ أَنْ تَجْلِسَ عَلَى فِرَاشِهِ
এটা হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিছানা। আর আপনি মুশরিক, অপবিত্র। সুতরাং আপনি উনার বিছানায় বসুন তা আমি পছন্দ করি না। (বিদায়া ওয়ান নিহায়া ৪/২৮০)
ফিকিরের বিষয় হচ্ছে, হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহব্বত ও মর্যাদার কতটা গুরুত্ব দেয়া হতো। সুবহানাল্লাহ