একজন কুতুবুজ্জামান- উনার দিদারে মাওলার দিকে প্রস্থান- সাইয়্যিদুনা হযরত দাদা হুযুর ক্বিবলা সাইয়্যিদ মুখলেছুর রহমান আলাইহিস সালাম উনার সাওয়ানেহে উমরী মুবারক-পর্ব-১৮৫

 

ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ্ দাওয়াত, আফযালুল ইবাদ, ছাহিবে কাশফ্ ওয়া কারামত, ফখরুল আউলিয়া, ছূফীয়ে বাত্বিন, ছাহিবে ইস্মে আযম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম উনার স্মরণে-

একজন কুতুবুয্ যামান উনার দীদারে মাওলা উনার দিকে প্রস্থান-

সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কাবা আলাইহিস সালাম উনার সঙ্গে কারামত উনার সম্পৃক্ততা এবং কারামত উনার বাস্তবতা

দুনিয়াদার মানুষের ইন্তিকালের পর তার রেখে যাওয়া সম্পদ সাধারণত: হারাম কাজে ব্যবহৃত হয়ে থাকে। নিয়তের অপরিশুদ্ধতা, আক্বীদার বিপর্যস্ততা, সম্মানিত সুন্নত উনার প্রতি অনীহা, নেক আমলহীনতা, অসৎ উপার্জন, হারামের প্রতি আসক্তি ইত্যাদি নানাবিধ কারণে জীবদ্দশায় দুনিয়াদার মানুষের জীবন নির্বাহ সম্পূর্ণরূপে গাইরুল্লাহ-এর সঙ্গে সম্পৃক্ত থাকায় সে মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তায়ালা এবং উনার প্রিয়তম রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের কোপানলগ্রস্ত হয়ে স্থায়ীভাবে জাহান্নামের বাসিন্দা হয়ে যায়। প্রেক্ষিত কারণে মরণের পরে তার রেখে যাওয়া সম্পদ হাক্বীক্বী নেক কাজে ব্যয় হওয়ার নযীর কখনোই দেখা যায় না। নাউযুবিল্লাহ!

পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে:

الدنياء مزرعة الاخرة

অর্থ: দুনিয়া হলো আখিরাতের শষ্যক্ষেত্র।আখিরাতে মানুষের সম্যক পরিণতি দুনিয়ায় জানা না গেলেও ঈমান, আক্বীদা, ইখলাছ এবং সম্পাদিত বাহ্যিক আমলের সূক্ষ্ম দর্শনে তার অবস্থা অনুভব করা যায়। এসব উপলব্ধি করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না হলেও মাহবূব ওলীআল্লাহ উনাদের স্ক্ষ্মূদর্শিতায় দুনিয়াদার মানুষের হাক্বীক্বত জানা একান্তই সহজসাধ্য। কারণ দুনিয়াদার মানুষের বৈশিষ্ট্য এবং তাদের পরিণতি পবিত্র কালামুল্লাহ শরীফ এবং পবিত্র হাদীছ শরীফ উনাদের মধ্যে বিশদভাবে বর্ণিত হয়েছে।

ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কাবা হযরতুল আল্লামা সাইয়্যিদ মুহম্মদ মুখলিছুর রহমান আলাইহিস সালাম এবং উনার ছাহিবাতুল মুকাররামা, ক্বায়িম-মাক্বামে হযরত উম্মু রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কাবা আলাইহাস সালাম উনারা উভয়ে মহান আল্লাহ পাক সুবহানাহূ ওয়া তায়ালা এবং রহমাতুল্লিল আলামীন, রউফুর রহীম, মাশুকে মাওলা, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের খালিছ সন্তুষ্টির জন্য হাদিয়া করে গেছেন পরিমিত জায়গা ও সম্পদ। সুবহানাল্লাহ!

উনাদের হাদিয়াকৃত মুবারক যায়গায় মুজাদ্দিদে মাদারযাদ, সাইয়্যিদে মুজাদ্দিদে আযম, আন নিমাতুল কুবরা আলাল আলাম, কুদরতে ইলাহী, মুজিযায়ে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কাবা আলাইহিস সালাম উনার মুবারক তত্ত্বাবধান ও পৃষ্ঠপোষকতায় গড়ে উঠেছে কুল-কায়িনাতের সর্বশ্রেষ্ঠ ও সর্বোত্তম মাদরাসা মুহম্মদিয়া জামিয়া শরীফএবং লিল্লাহ বোডিং।সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কাবা আলাইহিস সালাম উনার মুবারক ফায়িয, তাওয়াজ্জুহ ও নেক দৃষ্টি-সমৃদ্ধ এ মুবারক মাদরাসা উনার মূল বৈশিষ্ট্য হচ্ছে ইলমে ফিক্বাহ ও ইলমে তাছাওউফ উনাদের সমন্বয়। সুবহানাল্লাহ!

ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কাবা আলাইহিস সালাম এবং ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, ক্বায়িম-মাক্বামে উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কাবা আলাইহাস সালাম উনাদের হাদিয়াকৃত মুবারক যায়গায় গড়ে উঠেছে পবিত্র মসজিদে নববী শরীফ উনার মুবারক অনুসরণে পবিত্র সুন্নতী জামে মসজিদ। যে পবিত্র মসজিদে ইবাদত-বন্দেগীসহ প্রতিদিন-প্রতিক্ষণ অনুষ্ঠিত হয় পবিত্র সাইয়্যিদুল আইয়াদ শরীফ উনার মুবারক মাহফিলসহ অসংখ্য অগণিত মুবারক মাহফিলসমূহ। সুবহানাল্লাহ!

মুবারক মাহফিলসমূহে নূরে মুজাসসাম, মাশুকে মাওলা, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি, হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম, হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম, হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম, হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম, হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা মুবারক তাশরীফ গ্রহণ করে থাকেন। সুবহানাল্লাহ! (চলবে)

আবা-২৪৫

একজন কুতুবুজ্জামান- উনার দিদারে মাওলার দিকে প্রস্থান- সাইয়্যিদুনা হযরত দাদা হুযুর ক্বিবলা সাইয়্যিদ মুখলেছুর রহমান আলাইহিস সালাম উনার সাওয়ানেহে উমরী মুবারক-পর্ব-১৮৪

 

ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ্ দাওয়াত, আফযালুল ইবাদ, ছাহিবে কাশফ্ ওয়া কারামত, ফখরুল আউলিয়া, ছূফীয়ে বাত্বিন, ছাহিবে ইস্মে আযম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম উনার স্মরণে-

একজন কুতুবুয্ যামান উনার দীদারে মাওলা উনার দিকে প্রস্থান-

সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কাবা আলাইহিস সালাম উনার মুবারক সাক্ষাতে উনার

দুজন মুর্শিদ ক্বিবলা রহমতুল্লাহি আলাইহিমা উনাদের একাধিকবার আগমন

ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, সাইয়্যদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কাবা আলাইহিস সালাম তিনি হলেন আন নিমাতুল কুবরা আলাল আলাম, কুদরতে ইলাহী, মুজিযায়ে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, হুজ্জাতুল ইসলাম, জাব্বারিউল আউওয়াল, ক্বউইয়্যূল আউওয়াল, আস সাফফাহ, সাইয়্যিদে মুজাদ্দিদে আযম আলাইহিস সালাম উনার মহা-সম্মানিত পিতা আলাইহিস সালাম। তিনি নিজেও সূক্ষ্মদর্শী মাহবুব ওলীআল্লাহ। এ কারণে মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তায়ালা এবং উনার প্রিয়তম রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা উনাকে যে অপরিমেয় মান-শান, মর্যাদা-মর্তবা এবং বেশুমার কারামত-সমৃদ্ধ অত্যুচ্চ মাক্বামাত দান করেছেন, তা বর্ণনায় তুলে ধরাতো দূরের কথা, কণামাত্র উপলব্ধির যোগ্যতাও আমাদের নেই। সুবহানাল্লাহ!

পবিত্র রাজারবাগ শরীফ উনার নামকরণ এবং উনার আবাদকরণ-

ফখরুল আউলিয়া, ছাহিবে ইলম ওয়াল হিকাম ওয়াল কাশফ ওয়াল কারামত, সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কাবা আলাইহিস সালাম তিনি জাহিরী ও বাতিনী উভয় দিকে বাদশা (রাজা) ছিলেন। তিনি পবিত্র রাজারবাগ শরীফ-এ মুবারক বসতি স্থাপন করে পুরো এলাকাটি আবাদ করেন। উনার বুযুর্গ আওলাদ, খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, হুজ্জাতুল ইসলাম, ইমামুল আইম্মাহ, ক্বইয়্যূমুয যামান, জাব্বারিউল আউওয়াল, ক্বউইয়্যুল আউওয়াল, সুলত্বানিন নাছীর, ইমামুল উমাম, আওলাদে রসূল, সাইয়্যিদে মুজাদ্দিদে আযম আলাইহিস সালাম তিনি বিগত, বর্তমান ও অনাগত সকল ইমাম, মুজাদ্দিদ, ওলীআল্লাহ উনাদের ধ্যান, জ্ঞান, মুরাক্বাবা, মুশাহাদা, মনোযোগ, আকর্ষণ ও আনুগত্যের দায়িমী ক্বিবলা। সুবহানাল্লাহ! তিনি এই এলাকায় মুবারক তাশরীফ গ্রহণ করবেন, অর্থাৎ পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করবেন। এ কারণে মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তায়ালা তিনি কুদরতীভাবে সুবৃহৎ এলাকাটি পূর্ব থেকেই আবাদ করেন এবং ওই এলাকার নামকরণ হয় রাজারবাগ শরীফ । সুবহানাল্লাহ!

মুবারক এ বিষয়টি ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, সাইয়্যিদুনা দাদা হুযূর ক্বিবলা হযরতুল আল্লামা সাইয়্যিদ মুহম্মদ মুখলিছুর রহমান আলাইহিস সালাম উনাকে পবিত্র ইলহাম- ইলক্বার মাধ্যমে জানানো হয়। মুবারক স্বপ্নের মাধ্যমেও তিনি বিষয়টি অবহিত হন। প্রেক্ষিত কারণে তিনি পবিত্র রাজারবাগ শরীফে বসতি নির্মাণ করেন। এখানেই মুজাদ্দিদে মাদারযাদ, সাইয়্যিদে মুজাদ্দিদে আযম, সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কাবা আলাইহিস সালাম তিনি উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেন। সুবহানাল্লাহ!

আরবীতে একটি প্রবাদ রয়েছে:

تسمية الكل باسم الجزء

অর্থ: কোনো বিষয়-বস্তুর নামকরণ করা হয় ওই বিষয়ের কোনো একটি বিশেষ বিষয়কে কেন্দ্র করে।বুঝতে কষ্ট হওয়ার কথা নয় যে, সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কাবা আলাইহিস সালাম উনার বেমেছাল শান-মান, ইজ্জত-ঐতিহ্য মর্যাদা-মর্তবা ও মাক্বামাত এবং তিনি উনার বুযুর্গ আওলাদ, মুজাদ্দিদে মাদারযাদ, সাইয়্যিদে মুজাদ্দিদে আয, আওলাদে রসূল, আন নিমাতুল কুবরা আলাল আলাম, কুদরতে ইলাহী, মুজিযায়ে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কাবা আলাইহিস সালাম উনার মহা-সম্মানিত পিতা আলাইহিস সালাম হওয়ার কারণেই সুবৃহৎ এলকাটির নামকরণ করা হয় রাজারবাগ শরীফ । সুবহানাল্লাহ!

মূল যা বিষয় তা হলো, সাইয়্যিদে মুজাদ্দিদে আযম, সাইয়্যদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কাবা আলাইহিস সালাম তিনি সকল ইমাম, মুজতাহিদ, ওলীআল্লাহ, মুজাদ্দিদ উনাদের বাদশাহ (রাজা)। তিনি এই এলাকায় অবস্থান করবেন এবং এখান থেকেই তিনি সমগ্র বিশ্বজাহান পরিচালনা করবেন। এখান থেকেই তিনি কাফির-মুশরিক, সম্মানিত ইসলাম বিরোধী ও বিদ্বেষী সকল শত্রু এবং উলামায়ে সূদের নিপাতসহ সব অনাচার ও জঞ্জাল অপসারণ করে নববী আদর্শে কায়িনাতব্যাপী হাক্বীক্বী ইসলাম ধর্ম উনার আবাদ করবেন। সে কারণেই এলাকাটির নামকরণ হয়েছে, “রাজারবাগ শরীফ। সুবহানাল্লাহ!

 আবা-২৪৪

একজন কুতুবুজ্জামান- উনার দিদারে মাওলার দিকে প্রস্থান- সাইয়্যিদুনা হযরত দাদা হুযুর ক্বিবলা সাইয়্যিদ মুখলেছুর রহমান আলাইহিস সালাম উনার সাওয়ানেহে উমরী মুবারক-পর্ব-১৮৩

 

ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ্ দাওয়াত, আফযালুল ইবাদ, ছাহিবে কাশফ্ ওয়া কারামত, ফখরুল আউলিয়া, ছূফীয়ে বাত্বিন, ছাহিবে ইস্মে আযম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম উনার স্মরণে-

একজন কুতুবুয্ যামান উনার দীদারে মাওলা উনার দিকে প্রস্থান-

সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কাবা আলাইহিস সালাম উনার মুবারক সাক্ষাতে উনার দুজন মুর্শিদ ক্বিবলা রহমতুল্লাহি আলাইহিমা উনাদের একাধিকবার আগমন

 

২। সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কাবা আলাইহিস সালাম উনার শান মান, মর্যাদা ও মাক্বাম উনাদের সীমাহীন উচ্চতা। সুবহানাল্লাহ!

৩। সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কাবা আলাইহিস সালাম উনার প্রতি হযরত শায়েখ আলাইহিস সালাম উনার একান্ত মুহব্বতজনিত আকর্ষণ। সুবহানাল্লাহ!

৪। সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কাবা আলাইহিস সালাম তিনি পঞ্চদশ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাদ্দিদে মাদারযাদ, সাইয়্যিদে মুজাদ্দিদে আযম আলাইহিস সালাম উনার সম্মানিত পিতা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ!

৫। ফায়িজ-তাওয়াজ্জুহ এবং মুহব্বত-মারিফাত উনাদের পারস্পরিক লেনদেন। সুবহানাল্লাহ!

৬। সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কাবা আলাইহিস সালাম উনাকে এই মর্মে মুবারক সংবাদ জানাতে যে, উনার বুযূর্গ সন্তান তিনি হবেন মুজাদ্দিদ, হবেন সাইয়্যিদে মুজাদ্দিদে আযম, হবেন আন নিমাতুল কুবরা আলাল আলাম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ!

ওলীয়ে মাদারযাদ, কুতুবুল আলম, সুলত্বানুল আরিফীন, শাইখুত তরীক্বত, গাউছে জামান, হযরত মাওলানা শাহ ছূফী আবূ নজম মুহম্মদ নাজমুস সায়াদাত ছিদ্দীক্বী ফুরফুরাবী রহমতুল্লাহি আলাইহি তিনিও ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, ফখরুল আউলিয়া, ছাহিবে ইসমে আযম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, মুসতাজাবুদ দাওয়াত, মিছদাকে কুরআন ওয়াল হাদীছ, ছাহিবে ইলম ওয়াল হিকাম ওয়াল কাশফ ওয়াল কারামাত, সাইয়্যিদুনা দাদা হুযূর ক্বিবলা কাবা হযরতুল আল্লামা সাইয়্যিদ মুহম্মদ মুখলিছুর রহমান আলাইহিস সালাম উনার মুবারক সান্নিধ্যে পবিত্র রাজারবাগ দরবার শরীফে একাধিকবার মুবারক তাশরীফ গ্রহন করেন। সুবহানাল্লাহ!

ওলীয়ে মাদারযাদ, হুযূর ক্বিবলা হযরতুল আল্লামা শাহছূফী, আবূ নজম মুহম্মদ নাজমুস সায়াদাত ছিদ্দীক্বী ফুরফুরাবী রহমতুল্লাহি আলাইহি তিনি কেনো পবিত্র রাজারবাগ দরবার শরীফে সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কাবা আলাইহিস সালাম উনার মুবারক সান্নিধ্যে মুবারক তাশরীফ এনেছেন, তা আমরা জানিনা।

তবে সাইয়্যিদুনা হযরত মাওলানা আবূ নছর মুহম্মদ আব্দুল হাই ছিদ্দীক্বী ফুরফুরাবী রহমতুল্লাহি আলাইহি তিনি সাইয়্যিদুনা দাদা হুযূর ক্বিবলা কাবা হযরতুল আল্লামা সাইয়্যিদ মুহম্মদ মুখলিছুর রহমান আলাইহিস সালাম উনার মুবারক সান্নিধ্যে আগমনের যে জাহিরী কারণগুলো ইতোপূর্বে উল্লেখ করা হয়েছে, এ ক্ষেত্রেও একই মুবারক কারণগুলো প্রযোজ্য বলে আমরা মনে-প্রাণে বিশ্বাস করি। অবশ্য আলোচ্য যাহিরী কারণ ছাড়াও আরো বহুবিধ বাতিনী কারণ রয়েছে, যা আমরা জানিনা। সুবহানাল্লাহ!

সাইয়্যিদুনা হযরত মাওলানা আবূ নছর মুহম্মদ আব্দুল হাই ছিদ্দীক্বী, ফুরফুরাবী রহমতুল্লাহি আলাইহি এবং ওলীয়ে মাদারযাদ, সাইয়্যিদুনা হযরতুল আল্লামা আবূ নজম মুহম্মদ নাজমুস সায়াদাত ছিদ্দীক্বী ফুরফুরাবী রহমতুল্লাহি আলাইহি উনাদের বিশিষ্ট খলীফা, ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল হযরতুল আল্লামা সাইয়্যিদ মুহম্মদ মুখলিছুর রহমান আলাইহিস সালাম উনার মুবারক সান্নিধ্যে আগমনের বহুবিধ কারণের মধ্যে আমাদের বোধগম্য মুবারক যে কারণ তা হলো, সাইয়্যিদুনা দাদা হুযূর ক্বিবলা কাবা আলাইহিস সালাম উনার কারামত-সমৃদ্ধ মর্যাদা ও মাক্বাম সীমাহীন উচ্চতায়। সুবহানাল্লাহ!

অপরদিকে তিনি হলেন পঞ্চদশ হিজরী শতকের সুমহান মুজাদ্দিদ, মুজাদ্দিদে মাদারযাদ, সাইয়্যিদে মুজাদ্দিদে আযম, আন নিমাতুল কুবরা আলাল আলাম, কুদরতে ইলাহী, মুজিযায়ে রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, হুজ্জাতুল ইসলাম, ছাহিবু সুলত্বানিন নাছীর, ক্বায়িম-মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কাবা আলাইহিস সালাম উনার মহা-সম্মানিত পিতা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ!

নিঃসন্দেহে, বিনা দ্বিধায়, দৃঢ় প্রত্যয়ে বলা যায় যে, মুবারক এ বিষয়টি উনারা দুজন মুর্শিদ ক্বিবলা রহমতুল্লাহি আলাইহিমা ইলহাম ও ইলকায়, বিশেষ করে আখিরী রসূল, নূরে মুজাসসাম, মাশুকে মাওলা, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট থেকে উনারা সরাসরি অবহিত হয়েছিলেন। সুবহানাল্লাহ! (চলবে)

আবা-২৪৩