একজন কুতুবুয্ যামান উনার দীদারে মাওলা উনার দিকে প্রস্থান-
সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা আলাইহিস সালাম উনার
শান-মান, মর্যাদা
ও মাক্বাম সম্পর্কে রিজালুল গইব
উনারাও অবহিত
উপরোক্ত মর্মে মাহবুব ওলীআল্লাহ উনারা বলেন, খাছ করে পঞ্চদশ হিজরী শতকের সুমহান মুজাদ্দিদ, মুজাদ্দিদে মাদারযাদ, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, আন নি’মাতুল কুবরা আলাল আলাম, সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কা’বা আলাইহিস সালাম উনার পবিত্র ক্বওল শরীফ হলো: “যাঁরা শহীদ, উনারা মহান আল্লাহ পাক উনার রাস্তায় ইন্তিকাল করেন। আর নৈকট্যধন্য সূক্ষ্মদর্শী লক্ষ্যস্থল মাহবুব ওলীআল্লাহ উনারা একান্তভাবে মহান আল্লাহ পাক উনার মুহব্বতে পবিত্র বিছাল শরীফ গ্রহণ করেন। যেমন- ৭ম হিজরী শতকের সুমহান মুজাদ্দিদ, সুলত্বানুল হিন্দ, আওলাদে রসূল, হাবীবুল্লাহ হযরত খাজা মুঈনুদ্দীন হাসান চীশতী সাঞ্জারী ছুম্মা আজমিরী রহমতুল্লাহি আলাইহি তিনি পবিত্র বিছাল শরীফ গ্রহণের অব্যবহিত পর উনার কপাল মুবারকে নূরানী অক্ষরে লিখিত হয়েছিলো:
هذا حبيب الله مات فى حب الله
অর্থ: “ইনি মহান
আল্লাহ পাক সুবহানাহু ওয়া তায়ালা উনার হাবীব। মহান আল্লাহ পাক উনার মুহব্বতেই তিনি
পবিত্র বিছাল শরীফ গ্রহণ করেছেন।” সুবহানাল্লাহ!
মূলত লক্ষ্যস্থল ওলীআল্লাহ
উনারা সকলেই মহান আল্লাহ পাক উনার আখাছছুল খাছ মুহব্বতে পবিত্র বিছাল শরীফ গ্রহণ
করে থাকেন। মহান আল্লাহ পাক তিনি মুবারক এ বিষয়টি কারো ক্ষেত্রে প্রকাশ করেন, কারো
ক্ষেত্রে করেননা,
অর্থাৎ গোপন রাখেন। উনারা উনাদের পবিত্র মাযার শরীফ উনার
মধ্যে জীবিত থাকেন। সেখানে উনারা অতুলনীয় মর্যাদা পান। সম্মান পান। রিযিক পান।
মহান আল্লাহপ পাক উনার মুহব্বতে বিছাল শরীফ গ্রহণকৃত লক্ষ্যস্থল মাহবুব ওলীআল্লাহ
দুনিয়ায় ও আখিরাতে উনাদের মর্যাদা-মর্তবা, ফাযায়িল-ফযীলত, শান-মান
ও মাক্বাম কতো সীমাহীন উচ্চতায়, তা জিন-ইনসানের বোধগম্য নয়। সুবহানাল্লাহ!
নূরানীগঞ্জ জেলাধীন
প্রভাকরদী গ্রামের সম্মানিত সাইয়্যিদ বাড়ীতে অবস্থিত পবিত্র মাযার শরীফ উনার মধ্যে
যাঁরা শায়িত রয়েছেন,
উনাদের অবস্থাও অনুরূপ। পবিত্র মাযার শরীফ উনার উছীলায়
মানুষ ইহকাল ও পরকালের যাবতীয় সমস্যা ও সঙ্কট নিরসনে পরম ইতমিনানলাভ করে থাকে। একই
সঙ্গে বিশুদ্ধ আক্বীদা ও বিশুদ্ধ মুহব্বতে নেক নিয়তে পবিত্র মাযার শরীফ উনার সঙ্গে
নৈকট্য-সংযোগে মানুষ ক্রমান্বয়ে মহান আল্লাহ পাক সুবহানাহূ ওয়া তায়ালা উনার এবং
রহমতুল্লিল আলামীন,
রউফুর রহীম, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ
হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তায়াল্লুক-নিছবত, মুহব্বত-মা’রিফাত ও
রিযামন্দি-সন্তুষ্টিলাভে ধন্য হয়ে থাকে। সুবহানাল্লাহ! (চলবে)
আবা-২৩৮
0 Comments:
Post a Comment