ময়দানে কারবালারই ইতিহাস শুনি মুসলমান
ময়দানে কারবালারই
ইতিহাস শুনি মুসলমান
হুসাইনি মায়ায় মোদের প্রান
দূর্বারে রয় আগুয়ান ॥
ইতিহাস শুনি মুসলমান
ইতিহাস শুনি মুসলমান
হাজারো চিঠিতে কুফিয়ান
ইমামজীকে করে আহবান
জালিম ইয়াজিদ করে ছলনা
জুলুম করতে হটেনা
দেখ মুমিন মুসলমান
ইতিহাসের সত্য লিখন ॥
ইয়াজিদ আহলে নবীকে
কারবালায় রাখে আটকে
হায় পানিরও পিপাসায়
ইমাম পরিবার কাতরায়
পাশেই ফোরাতের পানি
ইয়াজিদ দেয়না করিতে পান ॥
হযরত ক্বাছীম বিন হাসান
জিহাদের মাঠে চলে যান
বীর বাহাদুর যুদ্ধেই গুলজার
বেঈমান নাশেন বেশুমার
কাফিরদের গুপ্ত হামলায়
শহীদী শরাব করিলেন পাণ ॥
ঐ নকশায়ে নবীর আকর
ইমামী আওলাদ আলী আকবার
জিহাদ করে কাফির হটান
ফিরে আসেন পিপাসায়
পানি বিনে হই হয়রান
আব্বু (একটু) পানি করেন দান ॥
শিশু ইমাম আছগর
পিপাসায় কাপছেন থরথর
শিশুর গলা যায় শুখে
আহা পানি নেই মুখে
পাষানদের তিরের আঘাতে
শিশু আজগর হন কুরবান ॥
হযরত ইমাম এবার
কাফিরের সাথে চান লড়িবার
দুশমন করুক বাহানা
যতই জুলুম যাতনা
দ্বীন ইসলাম জিন্দা করতে
যায় গর্দান দিবনা ঈমান ॥
বীর বেশে করেন জিহাদ
করিতে সুন্নাহর আবাদ
ইয়াজিদ বহিনী কুপকাত
হায় পিছন থেকে বজ্জাত
ইমাম পৃষ্ঠে মারে বল¬ম
কাঁপে জমিন ও আসমান ॥
ইমাম জমিনে পড়ে যান
শিমার কেটে নেয় গর্দান
কারবালার বালু লালে লাল
শহীদ রাসূলী দুলাল
করেন না বশ্যতা শিকার
শাহাদাতে চির মহিয়ান ॥
ইমামী বংশধর পেলাম
তিনি এই যামানার ইমাম
রাজারবাগ শরীফ উনার মাকাম
শুনো হে মুসলিম তামাম
তিনি মুযাদ্দিদ মেহমান
উনার ডাকে প্রস্তুত মুরিদান ॥
আঞ্জুমানে আল বাইয়্যিনাত
আল্লাহর জান্নাতি সওগাত
উলামায়ে ছূ’ ইয়াজিদ মারতে
মোদের আগমন ধরাতে
ইমামী খুনের বদলা নিতে
মামদুর সোহবতে হাজিরান ॥
-বিশ্বকবী মুহম্মদ মুফাজ্জলুর রহমান।
0 Comments:
Post a Comment