শাহাদাতে কারবালার শান কায়িনাতে মহিয়ান



 শাহাদাতে কারবালার শান কায়িনাতে মহিয়ান


আশুরা ধন্য জাহানে রয় জারী আবাদান

শাহাদাতে কারবালার শান কায়িনাতে মহিয়ান


ইলাহী খাছ নিয়ামত আহলে বাইত সুমহান

বেমেছাল ইলাহী রহমত উনারাই ইনসানী ঈমান

ত্যাগের বিরল আমানত সাইয়্যিদী অনুদান।


আশুরা মিনাল মুহাররমে ওয়াক্বিয়া লাখো ভুবনে

রহে জারী আলমে প্রকাশিত আল কুরআনে

তবে কঠিন শোকের কাহিনী রহে কারবালায় বহমান।


নজির বিহীন ত্যাগের নিতী আহলে বাইত দেন ছবক

নিবো মুসলমান শিক্ষা হতে হলে আহলে হক্ব

দৃষ্টান্ত কেবল উনারাই জান ও মাল করেন কুরবান।


মুনাফিক ইয়াযীদের ভুমিকায় দুনিয়া উঠেছে কেঁদে

নির্দয়ী ঘৃন্য নজির ইতিহাসে রাখলো বেঁধে

মসনদের লোভে পরে তামাম করলো বিরাণ।


কঠিন মরুর ময়দানে তীব্র রোদের উত্তাপে

পানির প্রবল পিপাসায় আত্মা যে উঠে কেঁপে

তবুও আহলে বাইত সুন্নাহ জাগাতে শহীদান।


শুনুন বিশ্ব মুসলমান গড়ি মোরা ঐকতান

হটাতে কাফির গোষ্ঠিকে গ্রহি কারবালারই শান

তবেই বিজয় লভিতে মোরা রই আগুয়ান।


শুকরিয়া পেয়েছি মোরা মকবুল ইমামুল উমাম

খলীফাতুল উমামী ফায়েজে ছাহাবী হিম্মত তামাম

পারবো মোরা ইনশাআল্লাহ খিলাফত কায়িমে জাহান।


-বিশ্বকবি মুহম্মদ মুফাজ্জলুর রহমান।



0 Comments: