আশুরা দেয় জানায় শহীদে কারবালা
আশুরা দেয় জানায় শহীদে কারবালা
মু’মিনের অন্তরে ফের শোক যে দেয় দোলা।
সে দিন দেখা দেয় দয়াহীন কঠিন কিয়ামত
বিশাদের তুফান রাখছে যে রক্তের দুয়ার খোলা।
২রা মুহাররম ইমাম এলেন কুফার প্রান্তরে
বিরাশি জন ছফর সঙ্গী ছোহবতে উজ্বালা।
হিংসুক আর লোভি ইয়াজিদ করলো খারাপ ব্যবহার
সৈন্য পাঠায়ে রুখে দিল ইমামী পথ চলা।
হায় ফোরাতের তীর বন্ধ করে দিচ্ছেনা পানি
ঐ পানি বিনে কষ্টে ভোগেন পুরো কাফেলা।
ইয়াজিদ বাহিনী দিচ্ছে হুমকি করিবে গ্রেফতার
জলদি দিন স্বকৃত ইয়াজিদের খিলাফত বেলা।
বাতিল সনে করলেন না আপোষ সাইয়্যিদী ইমাম
জিহাদ করতে হন প্রস্তুত করেন না অবহেলা।
নানা জানের ইসলাম তরে জান সাথী গণ ময়দানে
একে একে হলেন শহীদ কাফেরদের মোকাবেলা।
ভাতিজা ছেলে সহ সকল আত্মীয় যুবক
বীরের ন্যায় করেন জিহাদ গ্রহেন শহীদী পেয়ালা।
ইমামুছ ছালিছ যান জিহাদে দুলদুলে চড়ে
মহাবীর স্থীর নহেন লড়েন উড়ায়ে ধুলা।
হায় পাষান্ত দীল শিমার সহ কুখ্যাত নরাধম
শহীদ করলো ইমামজীকে কাঁদায়ে কারবালা।
ইমামুছ ছালিছী আওলাদ হন মামদূহ মুজাদ্দিদ
খলিফাতুল উমাম স্বয়ং হয়ে উনার মুকাল্লিদ
এুরীদান নিয়ে নিবেন ইমামী খুনের বদলা।
-বিশ্বকবি মুহম্মদ মুফাজ্জলুর রহমান
0 Comments:
Post a Comment