যুন নূরাইনী খাজিনা
শোনো হে মুসলিমীন,
যুন নূরাইনী খাজিনা লভিতে
বুঝে লও সমীচীন।
গনীয়ে
আ’যম রহমে আলম
খলীফায়ে
ছালিহীন,
তিনি ভাগ্যবান নূরে নূরীয়ান
বেমিছাল
কামিলীন।
সেই মুবারক শাহী তাবারুক
যামানার
নূর গনী,
রাজারবাগ
উদ্যান তিনি তাশরীফান
সুন্নতী
মহাধনী।
তিনি মুর্শিদ শোনো হে আবিদ
ইয়াক্বীনী
কর্ণ খুলে,
সেই মুর্শিদী দর্শনাদিই
হৃদয়ে
রাখিও তুলে।
যতœ করিও
আমলে বাড়িও
অবহেলা
দাও ছেড়ে,
রতœ বুঝিও
স্মরণে যুঝিও
নইলে রহিবে ফেরে।
-মুহম্মদ
আবু মুবাশ্শির।
0 Comments:
Post a Comment