মাদানী অধ্যায়ে যাত্রা
ইস!
মুসলিম যদি জানতো!
সারা
কায়িনাত জুড়ে
ইসলামী
ঝান্ডা উড়ে
যখনই
ইলাহী আদেশ মানিতো ।।
উফ!
খলীফাদের সেই স্বর্ণালী যুগ
বীর
দর্পে, বাতিল তাড়িয়ে
এক
প্রান্ত থেকে অপর প্রান্তে
বাতিলি
আস্ফালন মিটিয়ে
সুন্নাহর
আলো দিয়ে জ্বালিয়ে
জান্নাতী
সুখ করেছিলেন উপভোগ ।।
কিন্তু
হায়! মুসলমানের সেই ইতিহাস কোথায়?
হীনম্মন্যতা
আর বাতিলি আস্ফালন
কোথায়
ইতিহাস আর ঐতিহ্য ধারণ
ধীরে
ধীরে যায় হারায় ।।
হে মুসলিম! শুন কুরআনী পয়গাম!
“সকল বিধর্মীরা তোমাদের জাত শত্রু
ইহাই
চির সত্য, অন্তরে গেঁথো
তাহলেই হবে তুমি সফলকাম”
ইস!
হায়!
কোথায় সেই কুরআনী আমল
তাইতো বিধর্মীদের তোয়াজে মুসলিম
সফল
ফলাফল! পদে পদে পাচ্ছে লাঞ্ছনা
হচ্ছে নির্যাতীত, নিপিড়িত, জুটে গঞ্জনা
।।
কিন্তু কাফির! জন্মের পরেই
দেয় শিক্ষা
মুসলিম তোমার চির শত্রু
নাও দিক্ষা
যেভাবেই হোক খাটিয়ে মেধা, মগজ
করতেই হবে মুসলিমি জান কবজ!
ইস!
সংস্কৃতির নামে তারা পাতে
ফাঁদ!
মুসলিম দিয়ে পা, হচ্ছে কুপকাৎ
কি ঈমান! আর কি আমল!!
কি পোশাক! কি অবয়ব!!
কুফরী রঙ মেখে হলো যে বরবাদ
।।
হায়!
তাইতো দেখি আজ মুসলিম!
খাচ্ছে মার পৃথিবীর দিকে
দিকে
জুলুম-নির্যাতনের ষ্ট্রীম রোলার
চালায় কাফের উদ্যিপনার হাঁকে
।।
মা-বোনদের
যে করে মান-হানি
ইসলামী তাহযীব নিয়ে করে টানাটানি
তাদের সাহসের জিব বাড় বেড়েছে
টানতে হবে তাদের কুফরীর
ঘানী।।
হে মুসলিম! কোথায়? এখনো ঘুম!!
উঠো!
জাগো! দেখো! শুনো!
আকাশ-বাতাস চিরে, মাদানী কণ্ঠের
হাঁক
ফের শান্তির উদ্যান গড়ার
ডাক ।।
ওই এসেছেন! রাহবারে মুসলিম
তামাম
আল মানছুর! তিনি খলীফাতুল
উমাম!
দুনিয়ার প্রতিটি আনাচে-কানাচে
যত রয়েছে কাফির আর বেইমান
নিশ্চিহ্ন বিলিন করে অস্তিত্ব
মিটাতে
বজ্র কণ্ঠে তিনি দিচ্ছেন
আযান
হে মুসলমান! তোমার ধমনীতে
বহমান
‘আসাদুল্লাহ’
(আলাইহিস সালাম) উনার খুন
খালিদ (রদ্বিয়াল্লাহ তায়ালা আনহু) উনার খুন
তারেক বিন যিয়াদ; মুসা বিন নুসাইর, মুহম্মদ
বিন কাসীম
(রহমতুল্লাহি
আলাইহিম) উনাদের খুন!
হে মুসলমান আজি নাও এই পণ!
মুসলিম ভাইয়ের প্রতি ফোটা
রক্তের
বদলা নিতে প্রতিটি কাফির
মেরে
বানাও তাদের জাহান্নামের ইন্ধন
আমীন!
-মুহী খান
0 Comments:
Post a Comment