তৃতীয় খলীফা


তৃতীয় খলীফা


হযরত গনী আলাইহিস সালাম

আমীরুল মু’মিনীন,

তৃতীয় খলীফা, খলীফাতুল্লাহ

সহসা মকবুলীন।


তিনি মহামতী ইসলামী বাতি

রসূলী যুন নূরাইন,

তিনি ফক্বীহুদ্দীন ইনছাফে আসীন

ইমামুল মুসলিমীন।


তিনিই প্রথম করেন হিজরত

আন নূরুছ ছানীয়াসহ সুমহান,

করনে প্রচার আবসিনিয়ার প্রতি প্রান্তরে

ইসলামী আহবান।


বন ও পাহাড় গনগাঁও জুড়ে

কালিমার আওয়াজ শুনে,

হলো মুসলিম হাজার হাজার

দাওয়াতের মহাগুণে। 


র্সব জাহান ব্যাপীয়া উনার

মুবারক খিলাফত,

কায়িম রহিলো বারোটি বছর

গৌরবে শরাফত।


-বিশ্বকবি আল্লামা মুহম্মদ মুফাজ্জলুর রহমান।

 

0 Comments: