আজি ছলাত সালাম ভেজি
শানে কিবতিয়া আম্মাজি।
মিশরের রাজপ্রাসাদ হতে এলেন
হাবীবী হুযরা পাকে
খিদমতে সারা জীবন ব্যয় করেন
ছড়ান নূর চারিদিকে
মহাসম্মানিত দ্বাদশ আম্মাজী।
১৩ই রবীউল আওয়াল শরীফে
ধরার বুকে আগমন
ছানীয়া আশার উম্মুল মু’মিনীন
উম্মার তরে মহাধন
কদমে হাজারো নিয়ামতরাজি।
খেদমত মুবারকে গ্রহণ করেছেন
আন নূরুর রবী উনাকে
মুহব্বতের আঁচলে জড়িয়ে নেন
হৃদয়ের বাকে বাকে
আপনার মীলাদে আমরা সাজি।
কাবা শরীফ হেরেম শরীফে হয়
আপনার শাহী বিচরন
আহলু বাইতি সম্মানিত স্তরে-ই
আপনার মাকাম আসন
এমনটাই কহিলেন আকাজি।
আখেরী যামানাতে ধরার বুকে
এসেছেন উম্মুল উমাম
যিনি হলেন কিবতিয়া আম্মাজির
হুবুহু কায়িম মাকাম
মোরা চাই উনার মুহতাজি।
-মুহম্মদ মাসঊদুর রহমান ফাহীম।
0 Comments:
Post a Comment