বিখ্যাত মুহাদ্দিছ, অতি সম্মানিত মুহাক্কিক, হযরতুল আল্লামা শায়খ আব্দুল হক মুহাদ্দিছ দেহলভী রহমতুল্লাহি আলাইহি তিনি উনার কিতাবে এক আজীম দুয়া করে লিখেন.


 বিখ্যাত মুহাদ্দিছ, অতি সম্মানিত মুহাক্কিক, হযরতুল আল্লামা শায়খ আব্দুল হক মুহাদ্দিছ দেহলভী রহমতুল্লাহি আলাইহি তিনি উনার কিতাবে এক আজীম দুয়া করে লিখেন...


আয় আল্লাহ পাক!
আমার এমন কোন আমল নেই,
যা আমি আপনার মুবারক দরবারে পেশ করার উপযুক্ত মনে করি।
আমার সব আমলেই নিয়তের ত্রুটি রয়ে গেছে।
তবে... তবে একটিমাত্র আমল আছে,
যেটা আমি আপনার পবিত্র জাতের দয়ায়
অত্যন্ত সম্মানিত ও মর্যাদাবান মনে করি।
আর সেটি হলো
আমি পবিত্র মীলাদ শরীফের মজলিসে,
ক্বিয়ামের সময় দাঁড়িয়ে,
মুহব্বতে পূর্ণ হৃদয়ে, ইখলাছ সহকারে,
আপনার হাবীব, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দরবারে
ছলাত ও সালাম পেশ করি!
হে আল্লাহ পাক!
এই পৃথিবীতে কি এমন কোনো স্থান আছে
যেখানে মীলাদ মুবারক-এর চেয়ে
বেশি খায়ের বরকত নাযিল হয়?
আমাদের দৃঢ় বিশ্বাস এই যে
এই আমল কখনোই বৃথা যেতে পারে না!
না! বরং নিশ্চয়ই,
আপনার পবিত্র দরবারে কবুল হবেই।
আর যে কেউ ছলাত-সালাম পেশ করবে,
এবং উহাকে ওসীলা বানিয়ে দুয়া করবে,
সে কখনোই মাহরূম হতে পারে না!
সে অবশ্যই কবুলযোগ্য।

সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!

0 Comments: