৩৩০ নং- সুওয়াল - কেউ যদি চতুর্থ রাকায়াতের পর বসতে ভুলে গিয়ে দাঁড়িয়ে পঞ্চম রাকায়াত পূর্ণ করে ফেলে, তাহলে কি সিজ্দায়ে সাহু দিলে চলবে?


সুওয়াল - কেউ যদি চতুর্থ রাকায়াতের পর বসতে ভুলে গিয়ে দাঁড়িয়ে পঞ্চম রাকায়াত পূর্ণ করে ফেলে, তাহলে কি সিজ্দায়ে সাহু দিলে চলবে?
জাওয়াব - চতুর্থ রাকায়াতের পর অর্থাৎ আখেরী বৈঠকে বসা ফরজ। এ ফরজ ভুলে তরক করার মধ্যে কয়েকটি নিয়ম রয়েছে- (১) ভুলে দাঁড়িয়ে যাওয়ার সময় যদি শরীরের নিম্নার্ধ সোজা হওয়ার পূর্বে স্মরণ হয়, তাহলে বসে আত্তাহিয়্যাতু, দরূদ শরীফ ও দোয়া মাছূরা পড়ে সালাম ফিরাবে, সিজ্দায়ে সাহু করতে হবেনা। নামায শুদ্ধভাবে আদায় হয়ো যাবে। (২) ভুলে যদি সম্পূর্ণ দাঁড়িয়ে যাওয়ার পর স্মরণ আসে অথবা দাঁড়ানোর পর সূরা ফাতিহা পড়ার পর স্মরণ হয় অথবা পঞ্চম রাকায়াতে রুকু করার পরও এমনকি সিজ্দার পূর্বে যদি স্মরণ হয়, তাহলে বসে আত্তাহিয়্যাতু পড়ে সিজ্দায়ে সাহু করতে হবে এবং বাকী নামায যথারীতি শেষ করতে হবে। (৩) আর যদি পঞ্চম রাকায়াতে সিজ্দা করার পর স্মরণ হয়, তাহলে না বসে দাঁড়িয়ে আরো এক রাকায়াত পড়ে ছয় রাকায়াত পূর্ণ করবে। এ নামায নফল হয়ে যাবে। পুণরায় তাকে চার রাকায়াত ফরজ আদায় করতে হবে। (৪) যদি ৬ষ্ঠ রাকায়াত না মিলিয়ে পঞ্চম রাকায়াত পড়ে নামায শেষ করে ফেলে, তবে এক রাকায়াত বাতিল হয়ে চার রাকায়াত নফল হবে। ফরজ চার রাকায়াত পুণরায় আদায় করতে হবে।
আবা-২২

0 Comments: