৩২৮ নং- সুওয়াল - জানাযার নামায মাকরূহ্ ওয়াক্তে প্রস্তুত হলে উক্ত ওয়াক্তে তা আদায় করলে, আদায় হবে কি?


সুওয়াল - জানাযার নামায মাকরূহ্ ওয়াক্তে প্রস্তুত হলে উক্ত ওয়াক্তে তা আদায় করলেআদায় হবে কি?
জাওয়াব - হ্যাঁ, মাকরূহ্ তানযীহীর সাথে আদায় হবে। তবে ভাল ওয়াক্তে জানাযা প্রস্তুত হলে ভাল ওয়াক্তেই আদায় করতে হবে, যেন মাকরূহ্ ওয়াক্তে গিয়ে না পৌঁছে। আর ভাল ওয়াক্তে প্রস্তুত হলে তা মাকরূহ্ ওয়াক্তে পৌঁছানো উচিৎ হবেনা। (দুররুল মুখতার, জাওয়ারা তুন্নাইয়্যারাহ্)
আবা-২২

0 Comments: