৩২৩ নং- সুওয়াল - সিজ্দার তাসবীহ্র স্থানে ভূল বশতঃ রুকুর তাসবীহ যদি পড়া হয়, তাহলে করণীয় কি?


সুওয়াল - মাসিক মদীনা, ফেব্রুয়ারী/৯৫ সংখ্যায় নিম্নোক্ত প্রশ্নোত্তর ছাপা হয়।
প্রশ্নঃ- সিজ্দার তাসবীহ্র স্থানে ভূল বশতঃ রুকুর তাসবীহ যদি পড়া হয়, তাহলে করণীয় কি?
উত্তরঃ- নামাযের মধ্যে স্মরণ হলে ছেজদাহ সাহু দিতে হবে। নামাযের মধ্যে স্মরণ না হলে নামায হয়ে যাবে নতুন করে নামায পড়তে হবে না।
          আমরা জানি রুকু, সিজ্দার তাসবীহ পাঠ করা সুন্নাত। আর সিজ্দায়ে সাহু ওয়াজিব হয় তাখীরে রুকন ও তরকে ওয়াজিবের কারণে। এখন আমার প্রশ্ন হচ্ছে- মদীনার উত্তর কি সঠিক, না আমাদের জানাটা সঠিক?
জাওয়াবঃ- মাসিক মদীনার উত্তর অশুদ্ধ বা ভূল হয়েছে। আর আপনাদের জানাটাই বিশুদ্ধ বা সহীহ্। কারণ সুন্নাত তরক করার কারণে স্জিদায়ে সাহু ওয়াজিব হয় না বরং তাখীরে রুকন (নামাযের মধ্যে কোন ফরজ আদায় করতে তিন তাসবীহ পরিমাণ সময় দেরী করা) ও তরকে ওয়াজিব (ভুলে কোন ওয়াজিব তরক করলে) এর কারণেই সিজ্দায়ে সাহু ওয়াজিব হয়। (কুদুরী, হেদায়া, নেহায়া, শরহে বেকায়া  ইত্যাদি)।
আবা-২২

0 Comments: