সুওয়াল - কেউ যদি
আত্তাহিয়্যাতু পড়তে বসে ভুলে সূরা ফাতিহা বা অন্য কিছু পড়ে বা নামাযের নিয়্যত
বেঁধে ছানা পড়ার পরিবর্তে ভুলে দোয়া কুনুত বা অন্য কিছু পড়ে অথবা ফরজ নামাযের
তৃতীয় বা চতুর্থ রাকায়াতে সূরা ফাতিহার পরিবর্তে আত্তাহিয়্যাতু বা অন্য কিছু পড়ে, তাহলে কি
সিজ্দায়ে সাহু ওয়াজিব হবে?
জাওয়াব - আত্তাহিয়্যাতু
পড়তে বসে ভুলে অন্য কিছু যেমন সূরা ফাতিহা, ছানা, দোয়া
কুনুত ইত্যাদি পড়লে সিজ্দায়ে সাহু ওয়াজিব হবে। আর নামাজের নিয়্যত বেঁধে ছানা পড়ার
পরিবর্তে ভুলে দোয়া কুনুত বা আত্তাহিয়্যাতু ইত্যাদি কোন কিছু পড়লে অথবা ফরজ
নামাযের তৃতীয় বা চতুর্থ রাকায়াতে সূরা ফাতিহার পরিবর্তে অন্য কিছু পড়লে যেমন-
আত্তাহিয়্যাতু, ছানা বা যে কোন সূরা,
তাহলে সিজ্দায়ে সাহু ওয়াজিব হবেনা। (সমূহ ফিক্বাহ্র কিতাব)
আবা-২২
0 Comments:
Post a Comment