হুযুরপাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র জীবনী মুবারক । (পর্ব- ৪৮১-৫৮৪) (জ)


قال وحضرت أبو موسى الاشعرى رضى الله تعالى عنه حضرت عبد الله بن قيس رضى الله تعالى عنه حليف العتبة بن ربيعة.. وحضرت عتبة بن غزوان رضى الله تعالى عنه، وحضرت يزيد بن زمعة بن الاسود رضى الله تعالى عنه، وحضرت عمرو بن أمية بن الحارث بن أسد رضى الله تعالى عنه، وحضرت طليب بن عمير بن وهب بن أبى كثير بن عبد رضى الله تعالى عنه، وحضرت سويبط بن سعد بن حريملة رضى الله تعالى عنه، وحضرت جهم بن قيس العبدوى رضى الله تعالى عنه، ومعه امر أته حضرت أم حرملة بنت عبد الاسود بن خزيمة رضى الله تعالى عنها، وولداه حضرت عمرو بن جهم رضى الله تعالى عنه وحضرت خزيمة بن جهم رضى الله تعالى عنه، وحضرت أبو الروم بن عمير بن هاشم بن عبد مناف بن عبد الدار رضى الله تعالى عنه، وحضرت فراس بن النضر ابن الحارث بن كلدة رضى الله تعالى عنه،
রাবী বলেন, হযরত আবূ মূসা আসয়ারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে কায়স রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি উতবা ইবনে রাবীয়া পরিবারের মিত্র ছিলেন। হযরত উতবা ইবনে গাযওয়ান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত ইয়াযিদ ইবনে যুময়া ইবনে আসওয়াদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। হযরত আমর ইবনে উমাইয়া ইবনে হারিছ ইবনে আসাদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত তুলায়ব ইবনে উমায়র ইবনে ওয়াহাব ইবনে আবূ কাছীর ইবনে আবদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত সুওয়াইবিত ইবনে সা’দ ইবনে হুরাইমালা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। হযরত জুহম ইবনে কায়স আল আবদাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। উনার সাথে ছিলেন উনার আহলিয়া হযরত উম্মু হারমালা বিনতে আব্দুল আসওয়াদ ইবনে খুযায়মা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা। উনার দুই পুত্র হযরত আমর ইবনে জুহম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ও হযরত খুযায়মা ইবনে জুহম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। হযরত আবু রওম ইবনে উমাইর ইবনে হিশাম ইবনে আবদে মানাফ ইবনে আব্দুদ দার রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। হযরত ফিরাস ইবনে নাদ্বর ইবনে হারিছ ইবনে কালদাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু।
وحضرت عامر بن أبى وقاص أخو سعد رضى الله تعالى عنه، وحضرت المطلب بن أزهر بن عبد عوف الزهرى رضى الله تعالى عنه، وامرأته حضرت رملة بنت أبى عوف بن صبيرة رضى الله تعالى عنها. وولدت بها حضرت عبد الله رضى الله تعالى عنه، وحضرت عبد الله بن مسعود رضى الله تعالى عنه، وأخوه حضرت عتبة رضى الله تعالى عنه، وحضرت المقداد بن الاسود رضى الله تعالى عنه، وحضرت الحرث بن خالد بن صخر التيمى رضى الله تعالى عنه، وامرأته حضرت ريطة بنت الحرث بن جبيلة رضى الله تعالى عنها، وولدت له بها حضرت موسى رضى الله تعالى عنه وحضرت عائشة رضى الله تعالى عنها وحضرت زينب رضى الله تعالى عنها وحضرت فاطمة رضى الله تعالى عنها،
হযরত সা’দ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার ভাই হযরত আমির ইবনে আবূ ওয়াক্কাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত মুত্তালিব ইবনে আযহার ইবনে আবদ আয যুহুরী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু এবং উনার আহলিয়া হযরত রমলা বিনতে আবূ আওফ ইনবে ছবীরা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা। সেখানে উনার পুত্র হযরত আব্দুল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বিলাদত শরীফ লাভ করেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। উনার ভাই হযরত উতবা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। হযরত মিকদাদ ইবনে আসওয়াদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। হযরত হারিছ ইবনে খালিদ ইবনে সাখর আত তায়মী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, উনার আহলিয়া হযরত রীত্বা বিনতে হারিছ ইবনে জাবীলাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা। সেখানে উনাদের ছেলে হযরত মুসা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু এবং তিন মেয়ে হযরত আয়শা, যয়নাব ও ফাতিমা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা বিলাদত শরীফ লাভ করেন।
وحضرت عمرو بن عثمان بن عمرو بن كعب بن سعد ابن تيم بن مرة رضى الله تعالى عنه، وحضرت شماس بن عثمان بن الشريد المخزومى رضى الله تعالى عنه- قال وإنما سمى حضرت شماسا رضى الله تعالى عنه لحسنه وأصل اسمه حضرت عثمان بن عثمان رضى الله تعالى عنه- وحضرت هبار بن سفيان بن عبد الاسد المخزومى رضى الله تعالى عنه، وأخوه حضرت عبد الله رضى الله تعالى عنه، وحضرت هشام بن أبى حذيفة ابن المغيرة بن عبد الله بن عمرو بن مخزوم رضى الله تعالى عنه، وحضرت سلمة بن هشام بن المغيرة رضى الله تعالى عنها، وحضرت عياش بن أبى حذيفة ابن المغيرة بن عبد الله بن عمرو بن مخزومى رضى الله تعالى عنه، وحضرت سلمة بن هشام بن المغيرة رضى الله تعالى عنها، وحضرت عياش بن أبى ربيعة ابن المغيرة رضى الله تعالى عنه، وحضرت معتب بن عوف بن عامر رضى الله تعالى عنه- ويقال له حضرت عيهامة رضى الله تعالى عنه- وهو من حلفاء بنى مخزوم.
হযরত আমর ইবনে উছমান ইবনে আমর ইবনে কা’ব ইবনে সা’দ ইবনে তায়ম ইবনে মুররা রদ্বিয়াল্লাহু তাযালা আনহু, হযরত শাম্মাস ইবনে উছমান ইবনে শারীদ আল মাখযুমী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। কথিত আছে যে, তিনি অত্যান্ত সুদর্শন ছিলেন বিধায় উনার এরূপ নামকরণ করা হয়েছিলো। মূলত উনার নাম মুবারক ছিলো হযরত উছমান ইবনে উছমান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। হযরত হাব্বার ইবনে সুফিয়ান ইবনে আব্দুল আসাদ আল মাখযুমী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। উনার ভাই হযরত আব্দুল্লাহ  রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। হযরত হাশিম ইবনে আবূ হুযায়ফা ইবনে আল মুগীরা ইবনে আব্দুল্লাহ ইবনে উমর ইবনে মাখযুম  রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। হযরত সালামা ইবনে হিশাম ইবনে আল মুগীরা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা। হযরত আইয়াশ ইবনে আবী রবীয়া ইবনে আল মুগীরা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। হযরত মুয়াত্তাব ইবনে আওফ ইবনে আমির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, উনাকে আইহামা নামেও ডাকা হতো। তিনি বনূ মাখযুম গোত্রের মিত্র ছিলেন।
قال وحضرت قدامة رضى الله تعالى عنه وحضرت عبد الله رضى الله تعالى عنه أخوا حضرت عثمان بن مظعون رضى الله تعالى عنه، وحضرت السائب بن عثمان بن مظعون رضى الله تعالى عنه، وحضرت حاطب بن الحارث بن معمر رضى الله تعالى عنه، ومعه امرأته حضرت فاطمة بنت المجلل رضى الله تعالى عنه، وابناه منها حضرت محمد رضى الله تعالى عنه وحضرت الحارث رضى الله تعالى عنه، وأخوه حضرت خطاب رضى الله تعالى عنه، وامرأته حضرت فكيهة بنت يسار رضى الله تعالى عنها، وحضرت سفيان بن معمر بن حبيب رضى الله تعالى عنه، وامرأته حضرت حسنة رضى الله تعالى عنها، وابناه منها حضرت جابر رضى الله تعالى عنه وحضرت جنادة رضى الله تعالى عنها، وابنها من غيره. وهو حضرت شرحبيل بن عبد الله رضى الله تعالى عنه- حضرت أحد الغوث بن مزاحم بن تميم رضى الله تعالى عنه، وهو الذى يقال له حضرت شرحبيل ابن حسنة رضى الله تعالى عنه، وحضرت عثمان بن ربيعة بن أهبان بن وهب بن حذافة بن جمح رضى الله تعالى عنه، وحضرت خنيس بن حذافة بن قيس ابن عدى رضى الله تعالى عنه، وحضرت عبد الله بن الحارث بن قيس بن عدى بن سعيد بن سهم رضى الله تعالى عنه،
রাবী বলেন, হযরত উছমান ইবনে মাযউন রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার দু’ভাই হযরত কুদামা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ও হযরত আব্দুল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। হযরত সাইব ইবনে উছমান ইবনে মাযউন রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। হযরত হাতিব ইবনে হারিছ ইবনে মা’মার রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। উনার সঙ্গে ছিলেন উনার আহলিয়া হযরত ফাতিমা বিনতে মুজাল্লিল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা, উনাদের দু’পুত্র হযরত মুহম্মদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ও হযরত হারিছ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। হযরত হাতিব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার ভাই হযরত খাত্তাব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। হযরত খাত্তাব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার আহলিয়া ফুকায়হা বিনতে ইয়াসার রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা। হযরত সুফিয়ান ইবনে মা’মার ইবনে হাবীব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। উনার আহলিয়া হযরত হাসানা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা। উনাদের দু’পুত্র হযরত জাবির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ও হযরত জুনাদা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। হযরত হাসানা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার পূর্ব স্বামীর ঔরষজাত পুত্র হযরত শুরাহবীল ইবনে আব্দুল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। তিনি গাওফ ইবনে মুযহিম ইবনে তামীম গোত্রের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি শুরাহবীল ইবনে হাসানা নামেও পরিচিতি। হযরত উছমান ইবনে রবীয়া ইবনে ইহবান ইবনে ওয়াহাব ইবনে হুযাফা ইবনে জুমাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। হযরত খুনায়স ইবনে হুযাফা ইবনে কায়স ইবনে আদী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে হারিছ ইবনে কায়স ইবনে আদী ইবনে সায়ীদ ইবনে সাহম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু।
وحضرت هشام بن العاص بن وائل ابن سعيد رضى الله تعالى عنه، وحضرت قيس بن حذافة بن قيس بن عدى رضى الله تعالى عنه، وأخوه حضرت عبد الله رضى الله تعالى عنه، وحضرت أبو قيس بن الحارث بن قيس ابن عدى رضى الله تعالى عنه، وإخوته حضرت الحارث رضى الله تعالى عنه وحضرت معمر والسائب و بشر وحضرت سعيد رضى الله تعالى عنه ابناء حضرت الحارث رضى الله تعالى عنه، وحضرت سعيد بن قيس ابن عدى رضى الله تعالى عنه لامه وهو حضرت سعيد بن عمرو التميمى رضى الله تعالى عنه، وحضرت عمير بن رئاب بن حذيفة بن مهشم بن سعيد بن سهم رضى الله تعالى عنه، وحضرت حليف لبنى سهم وهو محمية بن جزء الزبيدى رضى الله تعالى عنه، وحضرت معمر بن عبد الله العدوى رضى الله تعالى عنه، وحضرت عروة بن عبد العزى رضى الله تعالى عنه، وحضرت عدى بن نضلة بن عبد العزى رضى الله تعالى عنه، وابنه حضرت النعمان رضى الله تعالى عنه، وحضرت عبد الله بن مخرمة العامرى رضى الله تعالى عنه، وحضرت عبد الله ابن سهيل بن عمرو رضى الله تعالى عنه،
হযরত হিশাম ইবনে আস ইবনে ওয়াইল ইবনে সায়ীদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। হযরত কায়স ইবনে হুযাফা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। উনার ভাই হযরত আব্দুল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। হযরত আবূ কায়িস ইবনে হারিছ ইবনে কায়িস ইবনে আদী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার বৈমাত্রেয় ভাইগণ হযরত হারিছ, মা’মার ‘সায়িব’ বিশর ও সায়ীদ রদ্বিয়াল্লাহু তায়ারা আনহুম, এবং বৈপিত্রের ভাই হযরত সায়ীদ ইবনে কায়িস ইবনে আদী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তায়ালা আনহু, উনার মূল পরিচয় সায়ীদ ইবনে আমর তামীমী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। হযরত উমায়ির ইবনে রিয়াব ইবনে হুযায়ফা ইবনে মাহশাম ইবনে সায়ীদ ইবনে সাহম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। বনূ সাহম গোত্রের মিত্র হযরত মাহমিয়্যা ইবনে জুয আয যুবায়দী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। হযরত মা’মার ইবনে আব্দুল্লাহ আল আদাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। হযরত উরওয়া ইবনে আব্দুল উযযা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত আদী ইবনে নাদ্বলা ইবনে আব্দুল উযযা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। উনার পুত্র হযরত নু’মান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে মাখরামাহ আল আমিরী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে সুহায়ল ইবনে আমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু।
وحضرت سليط بن عمرو رضى الله تعالى عنه، وأخوه حضرت السكران رضى الله تعالى عنه، ومعه زوجته حضرت سودة بنت زمعة رضى الله تعالى عنها، و حضرت مالك  بن ربيعة رضى الله تعالى عنه، و امرأته حضرت عمرة بنت السعدى رضى الله تعالى عنها، و حضرت أبو حاطب بن عمرو العامرى رضى الله تعالى عنه، وحليفهم حضرت سعد بن خولة رضى الله تعالى عنه- وهو من اليمن، و حضرت أبو عبيدة عامر بن عبد الله بن الجراح الفهرى رضى الله تعالى عنه، و حضرت سهيل بن بيضاء رضى الله تعالى عنه- وهى أمه، و اسمها حضرت دعد بنت جحدم بن أمية بن ظرب بن الحارث بن فهر رضى الله تعالى عنه، وهو حضرت سهسل بن وهت بن ربيعة بن هلال ابن ضبة بن الحارث رضى الله تعالى عنه،
আবিসিনিয়ায় হিজরতকারীগণ উনাদের মধ্যে আরো ছিলেন, হযরত সালীত ইবনে আমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। উনার ভাই হযরত সুকরান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। উনার সাথে উনার আহলিয়া সাওদা বিনতে যাম’আ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা। হযরত মালিক ইবনে রাবীয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। উনার আহলিয়া হযরত উমরা বিনতে সা’দী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা। হযরত আবূ হাতিব ইবনে আমর আল আমিরী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। উনাদের মিত্র হযরত সা’দ ইবনে খাওলা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (তিনি ইয়ামানী বংশোদ্ভুত ছিলেন) হযরত আবূ উবায়দা আমির ইবনে আব্দুল্লাহ জাররাহ আর ফিহরী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। হযরত সুহায়ল ইবনে বায়দ্বা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। হযরত বায়দা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার মাতা ছিলেন। হযরত বায়দ্বা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার উনার মূল নাম দায়াদ বিনতে জাহদাম ইবনে উমাইয়া ইবনে যারব ইবনে হারিছ ইবনে ফিহর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা। ইনি হলেন হযরত সুহাইল ইবনে ওয়াহাব ইবনে রাবীয়া ইবনে হিলাল ইবনে দাববাহ ইবনে হারিছ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু।
و حضرت عمرو بن أبى سرح بن ربيعة بن هلال بن مالك بن ضبة بن الحارث رضى الله تعالى عنه، و حضرت عياض بن زهير بن أبى شداد بن ربيعة بن هلال بن مالك بن ضبة رضى الله تعالى عنه، و حضرت عمرو بن الحارث بن زهير ابن ابى شداد بن ربيعة رضى الله تعالى عنه، و حضرت عثمان بن عبد غنم بن زهير اخوات رضى الله تعالى عنه، و حضرت سعيد بن عبد قيس بن لقيط رضى الله تعالى عنه، وأخوه حضرت الحارث الفهريون رضى الله تعالى عنه-
(আবিসিনিয়ায় হিজরতকারীগণ উনাদের মধ্যে আরো যাঁরা ছিলেন,) হযরত আমর ইবনে আবূ সারাহ ইবনে রবীয়া ইবনে হিলাল ইবনে মালিক ইবনে দাব্বাহ ইবনে হারিছ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। হযরত ইয়াদ্ব ইবনে যুহায়র ইবনে আবূ শাদ্দাদ ইবেন রবীয়া ইবনে হিলাল ইবনে মালিক ইবনে দাব্বাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। হযরত আমর ইবনে হারিছ ইবনে যুহায়র ইবনে আবী শাদ্দাদ ইবনে রবীয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। হযরত উছমান ইবনে আবদ গানাম ইবনে যুহায়র রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। হযরত সাঈদ ইবনে আবদ কায়েস ইনে লাক্বীত রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু এবং উনার ভাই হযরত হারিছ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। উনারা ফিহর বংশের অন্তর্ভুক্ত ছিলেন।
হযরত ইবনে ইসহাক্ব রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, অনুষঙ্গী হিসেবে হিজরতকারী নাবালক পুত্রগণ এবং সেখানে বিলাদতগ্রহণকারী শিশুগণকে বাদ দিয়ে হিসেব করলে আবিসিনিয়া হিজরতকারী হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের সংখ্যা ৮২ জন। আর যদি হযরত আম্মার ইবনে ইয়াসার রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে হিজরতকারীগণের মধ্যে গণ্য করা হয় তখন ৮৩ জন হন। তবে উনার আবিসিনিয়ার হিজরত সম্পর্কে নিশ্চিতভাবে জানা যায় না। (আল বিদায়া ওয়ান নিহায়া, সীরাতুল মুস্তফা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)

হাদীছ শরীফ-এ এক বর্ণনায় এসেছে, হযরত নাজ্জাশী রহমতুল্লাহি আলাইহি তিনি হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের উদ্দেশ্য করে বলেছিলেন, হে হিজরতকারী ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম! আপনাদের প্রতি মুবারকবাদ এবং আপনারা যাঁর পক্ষ থেকে হিজরত করে এসেছেন উনার প্রতিও। আমি সাক্ষ্য দিচ্ছি যে, অবশ্যই তিনি আখিরী নবী, মহান আল্লাহ পাক উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তিনি সেই সুমহান ব্যক্তি তথা হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যাঁর আগমনের সুসংবাদ হযরত ঈসা আলাইহিস সালাম তিনি দিয়েছেন। আমি যদি রাজ্য পরিচালনার দায়িত্বে না থাকতাম তবে আমি অবশ্যই উনার খিদমতে হাজির হতাম এবং উনার পাদুকাদ্বয় মুবারক-এ বুছা দিতাম। আপনারা আমার রাজ্যের যেখানে ইচ্ছা বসবাস করুন। তিনি উনার কর্মচারিদেরকে আমাদের খাদ্য ও পোশাক পরিচ্ছদ ইত্যাদি দেয়ার নির্দেশ দিলেন। অন্যদিকে কুরাইশ কাফির প্রতিনিধিদের উপহার সামগ্রী ফেরত দেয়ার আদেশ করলেন। (আল বিদায়া ওয়া নিহায়া)
অন্য এক বর্ণনায় এসেছে,
قال فلما هاجر رسول الله صلى الله عليه وسلم إلى المدينة وظهر بها قلناله إن رسول الله صلى الله عليه وسلم قد ظهر وهاجر إلى المدينة، وقتل الذين كنا حدثناك عنهم، وقد أردنا الرحيل اليه، فردنا. قال نعم! فحملنا وزودنا. ثم قال أخبر صاحبك بما صنعت اليكم، وهذا صاحبى معكم أشهد أن لا إله إلا الله وأنه رسول الله صلى الله عليه وسلم، وقل له يستغفر لى.
অর্থ: হযরত জা’ফর ইবনে আবু ত্বলিব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, পরবর্তীতে আখিরী নবী, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যখন হিজরত করে মদীনা শরীফ-এ তাশরীফ নিলেন এবং সেখানকার সমস্ত কিছু দেখা শুনার দায়িত্ব তিনি গ্রহণ করলেন আর যে, কাফির নেতাদের কথা আমরা আপনাকে বলেছিলাম হে নাজ্জাশী রহমতুল্লাহি আলাইহি! ওরা সবাই নিহত হয়েছে। এখন আমরা সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সঙ্গে মিলিত হতে চাই! আপনি আমাদের যাওয়ার অনুমতি দিন। হযরত নাজ্জাশী রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন; ঠিক আছে, এখন আপনারা যেতে পারেন। তিনি আমাদের যানবাহনের ব্যবস্থা করে দিলেন এবং আমাদের প্রয়োজনীয় সাজ-সরঞ্জাম দিয়ে দিলেন। তারপর বললেন, আমি যে, আপনাদের সঙ্গে সৎ ব্যবহার করেছি উনাকে তা খুলে বলবেন। আর এই ব্যক্তি আমার প্রতিনিধি, সে আমার প্রতিনিধি হিসেবে আপনাদের সাথে যাবে। আর আমি সাক্ষ্য দিচ্ছি যে, মহান আল্লাহ পাক তিনি ছাড়া কোনো ইলাহ নেই এবং নিশ্চয় তিনি মহান আল্লাহ পাক উনার রসূল হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আপনারা যিনি রসূল হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে বলবেন, তিনি যেনো আমার জন্য মহান আল্লাহ পাক উনার দরবারে ক্ষমা প্রার্থনা করেন।
قال حضرت جعفر رضى الله تعالى عنه فخرجنا حتى أتينا المدينة فتلقانى رسول الله صلى الله عليه وسلم واعتنقنى، ثم قال ما أدرى أنا بفتح خيبر أفرح أم بقدوم حضرت جعفر رضى الله تعالى عنه ؟ ووافق ذلك فتح خيبر، ثم جلس فقال رسول حضرت النجاشى رحمة الله عليه هذا حضرت جعفر رضى الله تعالى عنه فسله ما صنع به صاحبنا؟ فقال نعم فعل بنا كذا وكذا وحملنا وزودنا، وشهد أن لا إله إلا الله وأنك رسول الله صلى الله عليه وسلم. وقال لى قل له يستغفرلى. فقام رسول الله صلى الله عليه وسلم فتوضأ، ثم دعا ثلاث مرات اللهم اغفر للنحاشى رحمة الله عليه فقال المسلمون امين. ثم قال حضرت جعفر رضى الله تعالى عنه فقلت للرسول انطلق فاخبر صاحبك بما رأيت من رسول الله صلى الله عليه وسلم.
হযরত জা’ফর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বললেন, আমরা আবিসিনিয়া থেকে রওয়ানা করে মদীনা শরীফ-এ এসে পৌঁছলাম। আখিরী নবী হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে আমাদের সাক্ষাত মুবারক হলো। তিনি আমাকে উনার বক্ষ মুবারক-এ জড়িয়ে ধরলেন। তারপর বললেন, এখন আমি খায়বার জিহাদে বিজয়ের আনন্দে বেশি আনন্দিত, নাকি হযরত জা’ফর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার আগমনে আমি বেশি আনন্দিত, তা বলতে পারছিনা। এটা ছিলো খায়বার বিজয়কালীন ঘটনা। এরপর নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আসন মুবারক-এ বসলেন। হযরত নাজ্জাশী রহমতুল্লাহি আলাইহি উনার প্রতিনিধি বললেন, এই যে হযরত জা’ফর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে দয়া করে জিজ্ঞাসা করুন। আমাদের রাজা উনার সাথে কেমন ব্যবহার করেছেন? হযরত জা’ফর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বললেন, হ্যাঁ অবশ্যই বাদশাহ নাজ্জাশী রহমতুল্লাহি আলাইহি তিনি আমাদের সাথে এরূপ এরূপ সদাচারণ করেছেন। আমাদের যানবাহন ও পাথেয়ের ব্যবস্থা করে দিয়েছেন। আর হযরত নাজ্জাশী রহমতুল্লাহি আলাইহি তিনি সাক্ষ্য দিয়েছেন যে, মহান আল্লাহ পাক তিনি ব্যতীত কোন ইলাহ নেই এবং আপনি মহান আল্লাহ পাক উনার রসূল ও হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তিনি আমাকে বলেছেন, আমি যেনো আপনাকে বলি উনার জন্য দোয়া করতে। এসব শুনে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার আসন মুবারক থেকে দাঁড়ালেন এবং ওযূ মুবারক করলেন। এবং দোয়া করলেন-
اللهم اغفر للنجاشى-
হে মহান আল্লাহ পাক! আপনি নাজ্জাশীকে ক্ষমা করুন।’ এরূপ তিনি তিনবার দোয়া করলেন। প্রতিবারই উপস্থিত হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা ‘আমীন’ বললেন। অতপর হযরত জা’ফর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি হযরত নাজ্জাশী রহমতুল্লাহি আলাইহি উনার প্রতিনিধিকে বললেন, আপনি এবার আপনার দেশে ফিরে যেতে পারেন এবং সেখানে গিয়ে আপনার রাজাকে আখিরী রসূল, নবী সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র দরবার শরীফ-এ যা লক্ষ্য করেছেন সে সম্পর্কে অবহিত করবেন। (আল বিদায়া ওয়ান নিহায়া ২য় জিলদ, ৭২ পৃষ্ঠা) (ইনশাআল্লাহ চলবে)

হাদীছ শরীফ-এ আরো বর্ণিত রয়েছে,
عن حضرت ابى امامة رضى الله تعالى عنه قال قدم وفد حضرت النجاشى رحمة الله عليه على رسول الله صلى الله عليه وسلم فقام يخدمهم، فقال أصحابه نحن نكفيك يا رسول الله صلى الله عليه و سلم. فقال انهم كانوا لاصحابى مكرمين وانى احب ان اكافيهم.
অর্থ: হযরত আবূ উমামা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন- হযরত নাজ্জাশী রহমতুল্লাহি আলাইহি উনার পাঠানো প্রতিনিধি দল যখন নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দরবার শরীফ-এ উপস্থিত হলো- তখন তিনি স্বয়ং তাদের মেহমানদারী করতে লাগলেন। হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা আরয করলেন, ইয়া রসূলাল্লাহ! ইয়া হাবীবাল্লাহ! ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! উনাদের মেহমানদারীর জন্য আমরাই যথেষ্ট। আখিরী রসূল, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, তারা আমার হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের প্রতি সম্মানজনক আচরণ করেছে আমি পছন্দ করি যে, তার বিনিময় আমি নিজ হাতে তাদের দিতে চাই। সুবহানাল্লাহ! (আল বিদায়া ওয়ান নিহায়া ২য় জিলদ, ৭৮ পৃষ্ঠা)
বুখারী শরীফ-এ’ আবিসিনিয়ায় হিজরত, অধ্যায়ে একটি হাদীছ শরীফ-এ বর্ণিত রয়েছে, হযরত আবূ মূসা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, আখিরী রসূল, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মক্কা শরীফ থেকে মদিনা শরীফ-এ হিজরতের উদ্দেশ্যে বের হয়েছেন- আমরা এ সংবাদ অবগত হলাম। আমরা তখন ইয়ামেনে। এরপর আমরা সেখানকার হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণ মদীনা শরীফ-এ হিজরতের উদ্দেশ্যে একটি নৌকায় আরোহন করি। নৌকা আমাদেরকে আবিসিনিয়ায় হযরত নাজ্জাশী রহমতুল্লাহি আলাইহি উনার নিকট নিয়ে পৌঁছায়। সেখানে হযরত জা’ফর ইবনে আবূ ত্বলিব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার সাথে আমাদের সাক্ষাৎ হয়। আমরা উনার সাথে সেখানেই অবস্থান করতে থাকি। অবশেষে আমরা মদীনা শরীফ-এ সকলে ফিরে আসি খায়বার বিজয়কালে। আখিরী রসূল, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সঙ্গে আমাদের দীদার বা সাক্ষাৎ মুবারক হয়। আমাদের উদ্দেশ্য করে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, ‘হে নৌকায় আরোহনকারী! আপনারা দু’টো হিজরতের মুহাজির।’ সুবহানাল্লাহ!
বুখারী শরীফ ও মুসলিম শরীফ-এ এসেছে
عن حضرت أبى هريرة رضى الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم نعى حضرت النجاشى رحمة الله عليه فى اليوم الذى مات فيه وخرج بهم إلى المصلى فصف بهم وكبر أربع تكبيرات.
অর্থ: “হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত যে, যেদিন হযরত নাজ্জাশী রহমতুল্লাহি আলাইহি তিনি বিছাল শরীফ লাভ করেন সেদিন নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার বিছাল শরীফ বা বিদায়ের সংবাদ ঘোষণা করেন, হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে নিয়ে জানাযার নামায আদায়ের উদ্দেশ্যে ঈদগাহে আসেন। এরপর সবাইকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে চার তাকবীরের সাথে জানাযার নামায আদায় করেন। (আল বিদায়া ওয়ান নিহায় ২য় জিলদ, ৭৭ পৃষ্ঠা)
বুখারী শরীফ-এ আরো বর্ণিত রয়েছে-
عن حضرت جابر رضى الله تعالى عنه. قال قال رسول الله صلى الله عليه وسلم- حين مات حضرت النجاشى رحمة الله عليه - مات اليوم رجل صالح فقوموا فصلوا على أخيكم أصحمة.
হযরত জাবির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত তিনি বলেন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন, যখন হযরত নাজ্জাশী রহমতুল্লাহি আলাইহি তিনি বিছাল শরীফ লাভ করলেন। তখন আখিরী নবী হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন; আজ একজন নেককার ব্যক্তি ইনতেকাল করেছেন। আপনারা সকলেই প্রস্তুত হন আপনাদের ভাই আসহামাহ উনার জন্য জানাযার নামায পড়–ন। এছাড়াও হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়লা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ও অন্যান্য অনেক ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের থেকে এরূপ বর্ণনা এসেছে। কোনো কোনো বর্ণনায় আছে যে, হযরত নাজ্জাশী রহমতুল্লাহি আলাইহি উনার নাম মুবারক মুসহিমা। তবে তিনি মূলত, আসহামাহ ইবনে আবহুর রহমতুল্লাহি আলাইহি। আর নাজ্জাশী হলো আবিসিনিয়ার রাজাদের উপাধি।
যেমন- রোমের রাজাকে বলা হয় কায়সার। পারস্য স¤্রাটের উপাধি কিসরা। সমগ্র মিসরের স¤্রাটের উপাধি ফিরাউন। আলেকজান্ডিয়ার রাজার উপাধি মুকাওকিস। ইয়ামেন ও শাহারর রাজার উপাধি তুব্বা। আবিসিনিয়ার রাজার উপাধি নাজ্জাশী। গ্রীস এবং কারো কারো মতে ভারত বর্ষের স¤্রাটের উপাধি বাতলীমূস এবং তুর্কদের স¤্রাটের উপাধি খাকান ইত্যাদি।
কাজেই হযরত নাজ্জাশী রহমতুল্লাহি আলাইহি তিনি ঈমান এনে মুসলমান হয়েছিলেন যার কারণে তিনি আবিসিনিয়ায় হিজরতকারী হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের যথাযথভাবে খিদমতের আঞ্জাম দিয়েছেন। সুবহানাল্লাহ!
হযরত ইবনে ইসহাক রহমতুল্লাহি আলাইহি তিনি উম্মুল মু’মিনীন হযরত আয়িশা ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনারসূত্রে বর্ণনা করেন, তিনি বলেন- হযরত নাজ্জাশী রহমতুল্লাহি আলাইহি উনার বিছাল শরীফ-এর পর সর্বত্র আলোচিত হতো যে, উনার কবরের উপর সর্বদা নূর বা জ্যোতি ও আলো দেখা যেতো। সুবহানাল্লাহ!
হযরত ইমাম আবূ দাউদ রহমতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন যে, যখন হযরত নাজ্জাশী রহমতুল্লাহি আলাইহি উনার বিছাল শরীফ হয় তখন আমরা নিজেদের মধ্যে আলোচনা করতাম যে, উনার কবরের উপর সর্বদা নূর বা আলো ও জ্যোতি দৃশ্যমান হচ্ছে। সুবহানাল্লাহ! (আল বিদায়া ওয়ান নিহায়া)


0 Comments: