২২১ নং- সুওয়াল : গান-বাজনা, স্টুডিও, সিনেমা ইত্যাদি উদ্বোধনকালে পবিত্র মীলাদ শরীফ পড়া কি জায়েয?


সুওয়াল : গান-বাজনা, স্টুডিও, সিনেমা ইত্যাদি উদ্বোধনকালে পবিত্র মীলাদ শরীফ পড়া কি জায়েয?
জাওয়াব : গান-বাজনার অনুষ্ঠান, স্টুডিও, সিনেমা ইত্যাদি অনুষ্ঠান দেখা-শুনা সম্পূর্ণই হারাম। এ সমস্ত ক্ষেত্রে মহান আল্লাহ পাক উনার নাম নিয়ে শুরু করা হারাম ও কুফরীর অন্তর্ভূক্ত। আকাইদের কিতাবসমূহে আছে, হারাম কাজ মহান আল্লাহ পাক উনার নাম মুবারক দিয়ে শুরু করা কুফরী। পবিত্র মীলাদ শরীফ উনার মধ্যে পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত, পবিত্র দরূদ শরীফ, পবিত্র তাওয়াল্লুদ শরীফ, পবিত্র নাতে রাসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, দোয়া ইত্যাদি করা হয়, তাই উক্ত অনুষ্ঠানসমূহে পবিত্র মীলাদ শরীফ পড়া হারাম, আর অবস্থাভেদে কুফরী হবে।
আবা-১৮

0 Comments: