২২৮ নং- সুওয়াল : একা এক কাতারে (জামায়াতে) নামায শুদ্ধ হবে কি?


সুওয়াল : একা এক কাতারে (জামায়াতে) নামায শুদ্ধ হবে কি?
জাওয়াব : আগের কাতারে ফাঁক রেখে পরের কাতারে দাঁড়ানো মাকরূহ্। পিছনের কাতারে মুক্তাদী যদি একাকী হয়, তাহলে সামনের কাতার হতে একজনকে আস্তে করে টেনে এনে পিছনের কাতারে নিজের পাশে দাড় করাতে হবে। তবে যদি ফিৎনার আশঙ্কা থাকে অথবা যাকে পিছনের কাতারে টেনে আনা হবে, তার যদি মাসয়ালা জানা না থাকে, তাহলে জোর করে টেনে আনার কোন প্রয়োজন নেই। এমতাবস্থায় পিছনের কাতারে দাঁড়িয়ে নামায পড়লে  নামায মাকরূহ্ হবেনা। (আলমগীরী, গায়াতুল আওতার ইত্যাদি) 
আবা-১৮

0 Comments: