২৪৮ নং- সুওয়াল : জুমুয়ার ছানী আযান মসজিদের ভিতরে না বাইরে দিতে হবে?


সুওয়াল : জুমুয়ার ছানী  আযান মসজিদের ভিতরে না বাইরে দিতে হবে?
জাওয়াব : ইজমা মতে জুমুয়ার ছানী আযান মসজিদের ভিতরে ইমামের সম্মুখে দিতে হবে।  হাদীছ শরীফে আছে- সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সময় থেকে দ্বিতীয় খলীফা হযরত ওমর ফারুক আলাইহিস সালাম উনার খিলাফতকাল পর্যন্ত জুমুয়ার নামাযে অন্যান্য  আযানের ন্যায় একটি মাত্র আযানই প্রচলিত ছিল। অতঃপর হযরত ওসমান আলাইহিস সালাম উনার সময়ে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে পবিত্র মদীনা শরীফ উনার মধ্যে অবস্থিত যাওরা নামক স্থানে দ্বিতীয় আর একটি আযান (বর্তমান প্রথম  আযান) মিম্বরের নিকটে ইমাম ছাহেবের সম্মুখে দেয়া শুরু করেন। তাফসীরে আহকামুল কুরআন, শফি/ইবনুল আরাবী/আবু বকর যাসমাস, তাফসীরে রুহুল মাআনী, কুরতবী, মাযহারী, ফতহুল বারী, এলাউস্ সুনান, দুররুল মুখতার, শামী, বাদায়ে, ফতহুল ক্বাদীর ইত্যাদি কিতাবে জুমুয়ার ছানী আযান মসজিদের ভিতরে ইমাম ছাহেবের সামনে দেয়ার ব্যাপারে উম্মতের মুহাক্কিক ইমাম ও আলিমগণ উনাদের পবিত্র ইজমা শরীফ মত প্রতিষ্ঠিত হয়েছে।        আরো বিস্তারিত জানতে হলে মাসিক আল বাইয়্যিনাত শরীফ উনার ৯ম সংখ্যায় জুমুয়ার নামায ফরজে আইন ও তার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়াটি পড়ুন।
 আবা-১৯ 

জুমার নামায ফরযে আইন ফতোয়া - লিংক 

0 Comments: