২৩৮ নং- সুওয়াল : দেখা যায় অনেকে টিয়া, বানর ও গণকদের দ্বারা ভাগ্য গণনা করে থাকে, শরীয়তের দৃষ্টিতে এর ফয়সালা কি?


সুওয়াল : দেখা যায় অনেকে টিয়া, বানর ও গণকদের দ্বারা ভাগ্য গণনা করে থাকে, শরীয়তের দৃষ্টিতে এর ফয়সালা কি?
জাওয়াব :  পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে উল্লেখ আছে,
 ان رسول الله صلى الله عليه وسلم نهى عن ثمن الكلب ومهر البغى وحلوان الكاهن.
অর্থঃ- নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নিষেধ করেছেন, কুকুর বিক্রির মূল্য (নেয়া) হতে, বেশ্যাবৃত্তীর মজুরী নেয়া হতে ও (ভাগ্য) গণনার মজুরী হতে।
          উক্ত পবিত্র হাদীছ শরীফ হতে বুঝা যায়, ভাগ্য গণনা তা যেভাবেই হোক না কেন, যে ভাগ্য গণনা করবে ও যে করাবে উভয়টাই হারাম, সেটা টিয়া দিয়ে, বানর দিয়ে আর তারকা নক্ষত্র দেখে যেভাবেই হোক না কেন, সর্বাবস্থায়ই হারাম হবে।

আবা-১৯

0 Comments: