২২৬ নং- সুওয়াল: মহিলাদের নাকফুল ব্যবহার করা কি? মা’রিফুন নিকাহ্ নামক কিতাবে এটাকে হারাম বলা হয়েছে। এটা কতটুকু সঠিক, বিস্তারীত দলীলসহ জানাবেন আশা রাখি।


সুওয়াল: মহিলাদের নাকফুল ব্যবহার করা কি? মারিফুন নিকাহ্ নামক কিতাবে এটাকে হারাম বলা হয়েছে। এটা কতটুকু সঠিক, বিস্তারীত দলীলসহ জানাবেন আশা রাখি।
জাওয়াব : মহিলাদের জন্য নাকে ফুল দেয়া, নথ দেয়া, কান ছিদ্র করা ও তাতে রিং লাগানোতে কোন দোষ নেই, তা জায়েয। মারিফুন নিকাহ্ কিতাবের উক্ত মত শুদ্ধ নয়। কেননা এটা আহ্লে সুন্নাত ওয়াল জামায়াতের আক্বীদার খিলাফ। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জামানাতেও কান ছিদ্র করা হতো এবং কানফুল ও নাকফুল লাগানো হতো। তাই এটা মহিলাদের জন্য শুধু জায়েযই নয় বরং সুন্নত। (আলমগীরী, শামী, জরুরী ফতওয়া)
আবা-১৮

0 Comments: