২৪৪ নং- সুওয়াল: আজকাল দেখা যায়, অনেকে পবিত্র কুরআন শরীফ বাংলায় অনুবাদের পাশাপাশি বাংলা ভাষায় উচ্চারণ দেয়া থাকে, আমার প্রশ্ন হলো- কেউ যদি আরবীতে পবিত্র কুরআন শরীফ পড়া না শিখে বাংলায় উচ্চারণ দেখে পবিত্র কুরআন শরীফ পড়ে, তবে তা জায়েয হবে কি?


সুওয়াল: আজকাল দেখা যায়, অনেকে পবিত্র কুরআন শরীফ বাংলায় অনুবাদের পাশাপাশি বাংলা ভাষায় উচ্চারণ দেয়া থাকে, আমার প্রশ্ন হলো- কেউ যদি আরবীতে পবিত্র কুরআন শরীফ পড়া না শিখে বাংলায় উচ্চারণ দেখে পবিত্র কুরআন শরীফ পড়ে, তবে তা জায়েয হবে কি?
জাওয়াব : না, জায়েয নেই। বাংলায় লিখিত পবিত্র কুরআন শরীফ উনার উচ্চারণ পড়লে মাখরাজ আদায় করা কখনোই সম্ভব নয়। যেমন-
ج ذ , ظ ز ,  ا    ع     ,  ح    ط   ت
ইত্যাদি হরফ বা অক্ষরগুলি বাংলায় পার্থক্য করা দুরূহ্ ব্যাপার। আর মাখরাজ আদায় করা ফরজ। কারণ মহান আল্লাহ পাক  তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে বলেন, 
ورتل القران تر تيلا.
অর্থঃ- তোমরা তারতীল (তাজবীদ)-এর সাথে পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত কর। কাজেই আমাদের সকলের উচিৎ, আরবীতে তিলাওয়াত শিখে পবিত্র কুরআন শরীফ পাঠ করা।
আবা-১৯

0 Comments: