২৪৬ নং- সুওয়াল : আযানে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নাম মুবারক শুনে চোখে বুছা দেয়া কি?


সুওয়াল : আযানে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নাম মুবারক শুনে চোখে বুছা দেয়া কি?
জাওয়াব : আযানে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নাম মুবারক শুনে চোখে বুছা দেয়া সুন্নতে ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু; যা ছহীহ মারফু হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত। (দাইলামী শরীফ, মাজমাউল বিহার, মাকাসিদুল হাসানা, মাউজুয়াতে কবীর, মারাকিউল ফালাহ্, ফতওয়ায়ে বরকতিয়া ইত্যাদি)
আরো বিস্তারিত জানতে হলে মাসিক আল বাইয়্যিনাত শরীফ পত্রিকার তৃতীয় সংখ্যায় দেখুন, তাতে ৪৮টি নির্ভরযোগ্য দলীলের মাধ্যমে চোখে বুছা দেয়াকে সুন্নাতে ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম হিসাবে প্রমাণ করা হয়েছে।
 আবা-১৯

0 Comments: