৪৭ নং-সুওয়াল: কোন কোন ফকিরেরা বলে থাকে এবং বাজারে কিছু জারি গানের ক্যাসেটে উল্লেখ করা হয়েছে যে, হযরত ওসমান আলাইহিস সালাম উনার আহলিয়া হযরত উম্মে কুলসুম আলাইহাস সালাম তিনি একবার মেহমানদারীর আয়োজন করে অনেককে দাওয়াত করেন কিন্তু হযরত ফাতেমা আলাইহাস সালাম গরীব বলে উনাকে দাওয়াত করেন নাই। যার ফলশ্রুতিতে সমস্ত খাদ্য পাথরে পরিণত হয়। পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনার দৃষ্টিতে এটা কতটুকু সত্য তা জানতে বাসনা রাখি।


সুওয়াল: কোন কোন ফকিরেরা বলে থাকে এবং বাজারে কিছু জারি গানের ক্যাসেটে উল্লেখ করা হয়েছে যে, হযরত ওসমান আলাইহিস সালাম উনার আহলিয়া হযরত উম্মে কুলসুম আলাইহাস সালাম তিনি একবার মেহমানদারীর আয়োজন করে অনেককে দাওয়াত করেন কিন্তু হযরত ফাতেমা আলাইহাস সালাম গরীব বলে উনাকে দাওয়াত করেন নাই। যার ফলশ্রুতিতে সমস্ত খাদ্য পাথরে পরিণত হয়। পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনার দৃষ্টিতে এটা কতটুকু সত্য তা জানতে বাসনা রাখি।
জাওয়াব: উপরোক্ত ঘটনা সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন এবং মিথ্যা ও কুফরীতে পরিপূর্ণ। যদি কোন ব্যক্তি এরূপ ধারণা পোষণ করে যে, হযরত উম্মে কুলসুম আলাইহাস সালাম তিনি ধনী হওয়ার কারণে অহংকার বা হিংসাবশতঃ হযরত ফাতেমা আলাইহাস সালাম দাওয়াত দেন নাই তবে এটা কুফরী হবে। কেননা নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যাঁরা মেয়ে উনারা মহিলা ছাহাবায়ে কিরাম আলাইহাস সালাম উনাদের অন্তর্ভুক্ত। পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনার দৃষ্টিতে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আওলাদ আলাইহিমুস সালাম উনাদের এবং হযরত ছাহাবায়ে ক্বিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণ উনাদের দোষারোপ করা কুফরীর অন্তর্ভুক্ত। [বুখারী শরীফ, ফতহুল বারী, মিশকাত শরীফ, মিরকাত ও আশআতুল লুময়াত]
মূলত: মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য বিধর্মী, বদমাযহাব ও বদ আক্বীদা সম্পন্ন ফকিরেরা এ ধরনের আরো কিছু উদ্ভট ঘটনা বর্ণনা করে থাকে যা পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনার কোথাও নেই।
আবা-৭

0 Comments: