৩৬৮ নং- সুওয়াল - আমাদের এলাকায় এক মৃত বৃক্তির জানাযার নামাজ দু’বার পড়ানো হয়েছে। দু’বারই ওলি নিজে নামায পড়েছে এবং পড়ার এযাযতও দিয়েছে। প্রথমবার ওলির এযাযতে এক মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল নামায পড়ায়েছেন এবং তার সাথে ওলি নিজেও নামায পড়েছে। দ্বিতীয়বার ওলির এযাযতে অন্যত্র জানাযার নামায পড়ানো হয়েছে। সেখানেও ওলি নিজে নামায পড়েছে। এ ঘটনা ঘটার পর ঐ ভাইস প্রিন্সিপালকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, ওলির এযাযতে মৃত ব্যক্তির জানাযার নামায একবার পড়ানোর পর আবার ঐ মৃত ব্যক্তির জানাযার নামায পাড়ানো জায়েয হয়েছে কি? তিনি উত্তর দিলেন, হ্যাঁ, জায়েয হয়েছে। এ জবাব কি সঠিক হয়েছে? তা জানায়ে বাধিত করবেন।

সুওয়াল - আমাদের এলাকায় এক মৃত বৃক্তির জানাযার নামাজ দু’বার পড়ানো হয়েছে। দু’বারই ওলি নিজে নামায পড়েছে এবং পড়ার এযাযতও দিয়েছে। প্রথমবার ওলির এযাযতে এক মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল নামায পড়ায়েছেন এবং তার সাথে ওলি নিজেও নামায পড়েছে। দ্বিতীয়বার ওলির এযাযতে অন্যত্র জানাযার নামায পড়ানো হয়েছে। সেখানেও ওলি নিজে নামায পড়েছে। এ ঘটনা ঘটার পর ঐ ভাইস প্রিন্সিপালকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, ওলির এযাযতে মৃত ব্যক্তির জানাযার নামায একবার পড়ানোর পর আবার ঐ মৃত ব্যক্তির জানাযার নামায পাড়ানো জায়েয হয়েছে কি? তিনি উত্তর দিলেন, হ্যাঁ, জায়েয হয়েছে। এ জবাব কি সঠিক হয়েছে? তা জানায়ে বাধিত করবেন।

জাওয়াব - উক্ত ভাইস প্রিন্সিপাল ছাহেবের জবাব অশুদ্ধ ও ভুল হয়েছে। কেননা আমাদের হানাফী মায্হাব মোতাবেক ওলির এযাযতে কোন মৃত ব্যক্তির জানাযার নামায একবার পড়ানোর পর দ্বিতীয়বার পড়ানো জায়েয নেই। হ্যাঁ তবে যদি ওলির এযাযত ব্যতীত অথবা ওলির নামায পড়ার পূর্বে ঐ মৃত ব্যক্তির যদি একাধিকবারও জানাযার নামায পড়ানো হয়, তবে তা জায়েয রয়েছে। (দুররুল মুখতার, শামী, কাঞ্জ, ফতওয়ায়ে দেওবন্দ)
আবা-২৪ 

0 Comments: