৩৪৩ নং- সুওয়াল - যে ব্যক্তি সিনেমা, টেলিভিশন দেখা এবং কাগজের উপরে অঙ্কিত প্রাণীর ছবি ঘরে রাখা জায়েয বলে, সেই ব্যক্তিকে শরীক নিয়ে কুরবানী করলে কুরবানী জায়েয হবে কি?

সুওয়াল - যে ব্যক্তি সিনেমা, টেলিভিশন দেখা এবং কাগজের উপরে অঙ্কিত প্রাণীর ছবি ঘরে রাখা জায়েয বলে, সেই ব্যক্তিকে শরীক নিয়ে কুরবানী করলে কুরবানী জায়েয হবে কি?
জাওয়াব - সিনেমা, টেলিভিশন দেখা এবং যে কোন প্রাণীর অঙ্কিত ছবি ঘরে রাখা সবগুলিই হারাম এবং নাজায়েয। অতএব, কোন ব্যক্তি যদি হারাম বা নাজায়েযকে হালাল বা জায়েয বলে, শরীয়ত মোতাবেক তার স্ত্রী তালাক হবে, যদি হজ্ব করে থাকে, তবে তা বাতীল বলে গণ্য হবে, তার জীবনের সমস্ত নেক আমল বরবাদ হয়ে যাবে এবং সে মুরতাদে পরিণত হবে। অতএব সে ব্যক্তি খালেস তওবা না করা পর্যন্ত তাকে শরীক করে কুরবানী করলে তা আদায় হবে না।
আবা-২৩

0 Comments: