৩৬৫ নং- সুওয়াল - পুকুরের মাছ পানির নীচে থাকা অবস্থায় বেচা-কেনা করা জায়েয কি?

সুওয়াল - পুকুরের মাছ পানির নীচে থাকা অবস্থায় বেচা-কেনা করা জায়েয কি?

জাওয়াব - পানির নীচের মাছ বেচা-কেনা করা জায়েয নেই। কারণ শরীয়তে অনির্দিষ্ট অর্থাৎ যার পরিমাণ নির্ধারিত করা হয়নি আর অদৃশ্য যা দেখানো বা দেখা হয়নি, এরূপ মাল বেচা-কেনা জায়েয নেই। (আলমগীরী, আইনুল হেদায়া, শামী ইত্যাদি ফিক্বাহ্র কিতাবসমূহ)
আবা-২৪

0 Comments: