২২০ নং- সুওয়াল : তিন কিংবা চারি রাকায়াত বিশিষ্ট ফরজ নামাযের তৃতীয় বা চতুর্থ রাকায়াতে অন্য সূরা পড়া হয়না কেন?

সুওয়াল : তিন কিংবা চারি রাকায়াত বিশিষ্ট ফরজ নামাযের তৃতীয় বা চতুর্থ রাকায়াতে অন্য সূরা পড়া হয়না কেন?
জাওয়াব : দ্বীন ইসলাম-এ প্রথম দুরাকায়াত করে পাঁচ ওয়াক্তে মোট দশ রাকায়াত ফরজের হুকুম ও উহাতে ক্বিরয়াত পড়ার হুকুম ছিল। পরে মাগরীবে এক রাকায়াত ইশা, যোহর ও আছরের নামাযে দুই দুই রাকায়াত নামায যোগ করার হুকুম হয় কিন্তু ক্বিরয়াতের হুকুম হয়নি একারণে, তৃতীয় ও চতুর্থ রাকায়াতে ক্বিরয়াত পড়া ফরজ বা ওয়াজিব নয়। (ফতওয়ায়ে আমিনিয়া)
আবা-১৮

0 Comments: