২৪৫ নং- সুওয়াল : পানি থাকা সত্বেও কোন অবস্থায় তাইয়্যম্মুম করা জায়েয আছে কি?


সুওয়াল : পানি থাকা সত্বেও কোন অবস্থায় তাইয়্যম্মুম করা জায়েয আছে কি?
জাওয়াব : হ্যাঁ, দুঅবস্থায় জায়েয আছে। প্রথমতঃ যে ইবাদতে তাহারাত শর্ত নেই, সে ইবাদতে পানি পাওয়া সত্বেও তাইয়্যাম্মুম করা জায়েয আছে। যেমন- মৌখিক পবিত্র কুরআন শরীফ পড়া, দ্বীনি তালীম দেয়া, রুগী দেখতে, সালাম দেয়া ও সালামের জাওয়াব দেয়া ইত্যাদি। দ্বিতীয়তঃ যে কাজে তাহারাত শর্ত আছে কিন্তু তরক করলে কাজা আদায় করতে হয়না, সে সমস্ত কাজে ওযূ করতে গেলে যদি ওটা ফৌত হওয়ার আশংকা হয়, তবে সেক্ষেত্রে তাইয়্যাম্মুম করা জায়েয আছে। যেমন- জানাযা, ঈদ, কছূফ, খুসফ ইত্যাদি। (শামী)
আবা-১৯

0 Comments: