২২২ নং- সুওয়াল : যারা সুদ-ঘুষ খায়, জানা বা অজানা সত্ত্বেও কি তাদের কোন জিনিস খাওয়া বা পরা কোন মহিলা বা পুরুষের জন্য জায়েয হবে?


সুওয়াল : যারা সুদ-ঘুষ খায়, জানা বা অজানা সত্ত্বেও কি তাদের কোন জিনিস খাওয়া বা পরা কোন মহিলা বা পুরুষের জন্য জায়েয হবে?
জাওয়াব : সুদ-ঘুষ সম্পূর্ণ হারাম জানা সত্ত্বেও যদি কেউ সুদ-ঘুষ বা অন্য কোন হারাম দ্রব্য বা খাদ্যদ্রব্য থেকে কাউকে কিছু উপহার দেয়, তাহলে সেটাও গ্রহণ করা হারাম। আর যদি কেউ কারো বাড়ীতে গিয়ে কোন খাদ্য খাওয়ার পর জানতে পারে যে, সে যা খেয়েছে, সেটা হারাম উপায়ে অর্জিত ছিল, তখন তার উচিত হবে খালেছভাবে তওবা করা এবং তার সমপরিমাণ মূল্য তাকে ফিরিয়ে দেয়া। আর যদি তাকে ফিরিয়ে দেয়া সম্ভব না হয়, তাহলে কোন গরীব মিসকিনকে সমপরিমাণ মূল্য কাফফারা হিসাবে দিয়ে দেয়া। (যাদের এগুলো খাওয়া বা গ্রহণ করা জায়েয আছে) আর যদি পরিধেয় কিছু গ্রহণ করে, যা হারাম উপায়ে অর্জিত, তাহলে তাও তাকে ফিরিয়ে দিতে হবে। আর ফেরত না নিলে বা দেয়া সম্ভব না হলে গরীব-মিসকিনদেরকে দিয়ে দিতে হবে। (যাদের জন্য হারাম গ্রহণ করা জায়েয রয়েছে) পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে একই হুকুম।
আবা-১৮ 

0 Comments: