২৪০ নং- সুওয়াল : বিনা ব্যথায় কান হতে পুঁজ অথবা পানি বের হলে ওযু কি ভঙ্গ হবে?


সুওয়াল : বিনা ব্যথায় কান হতে পুঁজ অথবা পানি বের হলে ওযু কি ভঙ্গ হবে?
জাওয়াব : ব্যথা ব্যতীত পুঁজ অথবা পানি কান থেকে বের হলে ওযু ভঙ্গ হবেনা। যদি ব্যথা হয়ে পুঁজ অথবা বদরস (পানি) বের হয়, তবে ওযু ভঙ্গ হবে। (আলমগীরী)

আবা-১৯

0 Comments: