১৬৩ নং- সুওয়াল: জুময়ার দিন একজন আলেম জুময়ার খুৎবা পাঠ করলেন, অন্য একজন আলেম জুময়ার নামায পড়ালেন, উভয় ব্যক্তির পরহেযগারী ও ইল্ম সমান। এমতাবস্থায় নামাযের কোন ক্ষতি হবে কিনা? বিস্তারিত জানাবেন। কিতাবের বরাত চাই।


সুওয়াল: জুময়ার দিন একজন আলেম জুময়ার খুৎবা পাঠ করলেন, অন্য একজন আলেম জুময়ার নামায পড়ালেন, উভয় ব্যক্তির পরহেযগারী ও ইল্ম সমান। এমতাবস্থায় নামাযের কোন ক্ষতি হবে কিনা? বিস্তারিত জানাবেন। কিতাবের বরাত চাই।

জাওয়াব: একজন খুৎবা পড়া ও অন্যজন নামাযে ইমামতি করা জায়েয আছে, খেলাফে আওলা। তবে আফজাল হলো যিনি খুৎবা দিবেন, তিনিই নামায পড়াবেন। যদি এমন হয়, যিনি নামায পড়ালেন, তিনি খুৎবা শুনেননি, তাহলে নামায শুদ্ধ হবেনা। কেননা শর্তহলো- যিনি খুৎবা দিবেন, তিনি ছাড়া অন্য কেউ যদি ইমামতি করে, তাহলে তাকে অবশ্যই খুৎবা শুনতে হবে।  (আলমগীরী, ফতহুল ক্বাদীর, আইনুল হিদায়াহ্, শরহে নিকায়াহ্ ইত্যাদি)
আবা-১৬

0 Comments: