১৪৩ নং- সুওয়াল ঃ - নামাযে সাহু সিজ্দা ওয়াজিব হওয়ার পর সিজ্দা না করে ডানে বামে সালাম ফিরানোর পর মনে পড়লো সাহু সিজ্দা করি নাই, এখন কি করতে হবে? নামায কি পূণরায় পড়তে হবে? বিস্তারিত জানালে খুশি হবো।

সুওয়াল ঃ - নামাযে সাহু সিজ্দা ওয়াজিব হওয়ার পর সিজ্দা না করে ডানে বামে সালাম ফিরানোর পর মনে পড়লো সাহু সিজ্দা করি নাই, এখন কি করতে হবে? নামায কি পূণরায় পড়তে হবে? বিস্তারিত জানালে খুশি হবো। 

জাওয়াব ঃ - আখেরী বৈঠকে সালাম ফিরানোর পর মুসল্লির মুখ, সিনা যদি ক্বিবলার দিক থাকে, অন্য দিকে না ঘুরে বসে বা কোন প্রকার কথা না বলে থাকে এবং নামায ভঙ্গ হবার কোন কারণ যদি সংঘঠিত না হয়, তাহলে সাহু সিজ্দা দিয়ে পুণরায় তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাছুরা পড়ে সালাম ফিরালেই হয়ে যাবে। নামায পূণরায় পড়তে হবে না। এর বিপরীত হলে নামায পূণরায় পড়তে হবে। 
আবা-১৫

0 Comments: