১৩৮ নং- সুওয়াল ঃ - যশোহর শহরে নীচু তলা নূরানী মুয়াল্লীম প্রশিক্ষণ উপকেন্দ্রের সংগে একটি জামে মসজিদ আছে। কেন্দ্রের কর্তৃপক্ষ উক্ত মসজিদে নামায না পড়ে কেন্দ্রের ভিতরে নামায পড়েন। আযান ছাড়া নামায পড়েন। মসজিদ এবং কেন্দ্রের দূরত্ব ১০ হাত। কেন্দ্রের ভিতরে যারা নামায পড়েন, তাদের নামায হবে কী?

সুওয়াল ঃ - যশোহর শহরে নীচু তলা নূরানী মুয়াল্লীম প্রশিক্ষণ উপকেন্দ্রের সংগে একটি জামে মসজিদ আছে। কেন্দ্রের কর্তৃপক্ষ উক্ত মসজিদে নামায না পড়ে কেন্দ্রের ভিতরে নামায পড়েন। আযান ছাড়া নামায পড়েন। মসজিদ এবং কেন্দ্রের দূরত্ব ১০ হাত। কেন্দ্রের ভিতরে যারা নামায পড়েন, তাদের নামায হবে কী?

 জাওয়াব ঃ- মসজিদে যদি যথারিতি জামায়াতের সাথে নামায হয় এবং কেন্দ্রের লোক মসজিদে না আসাতে যদি মসজিদের জামায়াতের ক্ষতি না হয়, আর কেন্দ্রের লোকও যদি আলাদাভাবে জামায়াতে নামায পড়ে নেয়, তাহলে কোন অসুবিধা নেই। তবে শর্ত হলো- কেন্দ্রের লোকের মসজিদে না আসার শরীয়তসম্মত কারণ থাকতে হবে। কেননা  হাদীছ শরীফে আছে,
لا صلواة لجار المسجد الا فى المسجد. অর্থঃ- “যারা মসজিদের প্রতিবেশী, তাদের জন্য মসজিদ ব্যতীত নামায হবে না।” অর্থাৎ পূর্ণ হবে না। যদি অলসতা করে মসজিদে না আসে, তাহলে মসজিদের গুরুত্ব ও সম্মানহানীর কারণে মাকরূহ্ হবে।
আবা-১৫

0 Comments: