১৭২ নং- সুওয়াল: নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কি সর্বদা পাগড়ী পড়ে নামায পড়েছেন? পাগড়ী না পড়লে কি অসুবিধা আছে?


সুওয়াল:  নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কি সর্বদা পাগড়ী পড়ে নামায পড়েছেন? পাগড়ী না পড়লে কি অসুবিধা আছে?
জাওয়াব : হ্যাঁ,  নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক  ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বদা পাগড়ী মুবারক পরিধান করে নামায পড়েছেন। শুধু তাই নয়, যখনই ঘর থেকে বের হতেন, পাগড়ী মুবারকসহ বের হতেন। এমনকি ঘরের ভিতরেও পাগড়ী মুবারক ব্যবহার করতেন। পাগড়ী পরিধান করা দায়েমী সুন্নাত। যুদ্ধের ময়দানেও লৌহ শিরস্ত্রানের উপর পাগড়ী মুবারক ছিল। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক  ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন,মানুষ যখন পাগড়ী পরা ছেড়ে দিবে, তখন তাদের থেকে দ্বীন চলে যাবে।পাগড়ীসহ নামায পড়লে ৭০ গুণ বেশী সাওয়াব হয়। (সিহাহ সিত্তাহ্, মিরকাত, মাদারেজুন নবুওওয়াত, সিরাতুন নবী, জামেউল ওসায়েল, সিরাতে হালাবী ইত্যাদি)
আবা-১৬

0 Comments: