১৫২ নং- সুওয়ালঃ - হারাম মাল কামাই করিয়া ধনী হইলাম, এখন আমার উপর হজ্জ ফরজ হবে কি? গরু কুরবানী দেওয়া আমার উপর ওয়াজিব হবে কি?

সুওয়ালঃ - হারাম মাল কামাই করিয়া ধনী হইলাম, এখন আমার উপর হজ্জ ফরজ হবে কি? গরু কুরবানী দেওয়া আমার উপর ওয়াজিব হবে কি?

 জাওয়াব ঃ - না, হজ্জ ফরজ হবে না। গরু কুরবানী ওয়াজিব হবে না। কেননা হজ্জ ফরজ হওয়ার ও কুরবানী ওয়াজিব হওয়ার জন্য সাহেবে নেসাব হওয়া শর্ত। এখন যেহেতু তার এ হারাম উপায়ে অর্জিত মাল নিজস্ব নয়, তাই তার উপর হজ্জ ফরজ হবে না, কুরবানী ওয়াজিব হবে না। বরং তার প্রধান ফরজ হলো- যাদের থেকে হারাম উপায়ে মালগুলো নেয়া হয়েছে, তাদের এ সকল মাল ফেরত দেয়া। (সমূহ ফিক্বাহ্রে কিতাব দ্রষ্টব্য) 
আবা-১৫

0 Comments: