১৪০ নং- সুওয়ালঃজুমুয়ার নামাযের সময় জায়গা না হওয়ার কারণে যদি ইমাম সাহেব মেহ্রাবের অর্ধহাত পরিমাণ ভিতরে গিয়ে নামায আদায় করে থাকেন, তাহলে নামায হবে কিনা?

সুওয়ালঃ - আমরা জানি মসজিদের মেহ্রাবের ভিতর ইমাম সাহেব একাকী দাঁড়ালে নামায মাকরূহ্ হয়, কিন্তু মাসিক মদীনার মে, ১৯৯৪ সংখ্যায় নিম্নোক্ত প্রশ্নোত্তর ছাপানো হয়েছে। এটা কতটুকু সঠিক দলীলসহ জানতে চাই। প্রশ্নঃ- জুমুয়ার নামাযের সময় জায়গা না হওয়ার কারণে যদি ইমাম সাহেব মেহ্রাবের অর্ধহাত পরিমাণ ভিতরে গিয়ে নামায আদায় করে থাকেন, তাহলে নামায হবে কিনা? মদীনা পত্রিকার উত্তর : - নামায শুদ্ধ হবে।

 জাওয়াব ঃ - উক্ত পত্রিকার উত্তর শুদ্ধ হয়নি। সহীহ্ ও শুদ্ধ উত্তর হলো- ইমাম সাহেবকে মেহ্রাবের বাহিরে দাঁড়াতে হবে, আর যদি মেহ্রাবের ভিতরে দাঁড়ানোর প্রয়োজন হয়, তাহলে ইমামের সাথে আরো একাধিক বা কমপক্ষে একজন মুক্তাদী মেহ্রাবের ভিতর দাঁড়াতে হবে। ইমাম সাহেব একাকী দাঁড়ালে নামায মাকরূহ্ তাহ্রীমী হবে। এটাই ফতওয়াগ্রাহ্য মত। (বাহ্রোর রায়েক, হাশিয়ায়ে তাহ্তাবি, আলমগীরী, হেদায়া, ফতহুল ক্বাদীর ইত্যাদি) 
আবা-১৫

0 Comments: