১৪৯ নং- সুওয়াল ঃ- একজন মুসলমান ছাত্রের এস,এস,সি, পরীক্ষার ফরম ফিলাপের জন্য ১৫০০/-টাকা ধার্য হয়। সে টাকা দিতে অক্ষম, কাজেই সুদ করে টাকা এনে পরীক্ষা দিয়েছে এবং সে পরীক্ষায় পাশ করেছে। উক্ত সার্টিফিকেটের দ্বারা কোন টাকা কামানো হলে তা কি বৈধ হবে?

সুওয়াল ঃ- একজন মুসলমান ছাত্রের এস,এস,সি, পরীক্ষার ফরম ফিলাপের জন্য ১৫০০/-টাকা ধার্য হয়। সে টাকা দিতে অক্ষম, কাজেই সুদ করে টাকা এনে পরীক্ষা দিয়েছে এবং সে পরীক্ষায় পাশ করেছে। উক্ত সার্টিফিকেটের দ্বারা কোন টাকা কামানো হলে তা কি বৈধ হবে? 

জাওয়াব ঃ- সুদ দেওয়া নেওয়া উভয়ই হারাম। আল্লাহ্ পাক কালামুল্লাহ্ শরীফে এবং হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার  হাদীছ শরীফে সুদ দেওয়া এবং নেওয়া উভয়ই হারাম বলা হয়েছে। কাজেই সুদে টাকা নেওয়ার কারণে তার গুণাহ্ হবে এবং এ টাকা পরিশোধ করে দিতে হবে। আর যদি মাজুর অবস্থার কারণে সুদে টাকা নেয়, তাহলে তার গুণাহ্ হবে না, এ টাকা তার পরিশোধ করে দিতে হবে। এবং এই সার্টিফিকেট দ্বারা কামাই করলে তা হারাম হবে না। 
আবা-১৫

0 Comments: