১৬১ নং- সুওয়াল: বিনা অযুতে পবিত্র কুরআন শরীফ অথবা সিপারা স্পর্শ করা কি? নাপাকী অবস্থায় স্পর্শ না করে দেখে পড়া যাবে কিনা?


সুওয়াল: বিনা অযুতে পবিত্র কুরআন শরীফ অথবা সিপারা স্পর্শ করা কি? নাপাকী অবস্থায় স্পর্শ না করে দেখে পড়া যাবে কিনা?
জাওয়াব : বিনা ওযুতে পবিত্র কুরআন শরীফ স্পর্শও সিপারা স্পর্শ করা জায়েয নেই, স্পর্শনা করে পড়া জায়েয আছে। আর গোসল ফরজ (নাপাকী) অবস্থায় পবিত্র কুরআন শরীফ স্পর্শ করা তো জায়েয নেই-ই, এমনকি তিলাওয়াত করাও জায়েয নেই। (জাওহারাতুন নাইয়ারাহ্, আলমগীরি, দুররুল মুখতার, গায়াতুল আওতার, মালাবুদ্ধা মিন্?

আবা-১৬

0 Comments: