১২৫ নং- প্রশ্নঃ- আমার মেয়েকে ১০০ মাইল দূরে বিবাহ দিয়েছি। এখন ঐ মেয়ে আমার বাড়ীতে ১০/১২ দিনের জন্য বেড়াতে এসেছে। এখন তাকে কসর পড়তে হবে কিনা?


সুওয়ালঃ মাসিক মদীনায় এপ্রিল/৯০ সংখ্যায় প্রশ্ন-উত্তর ছাপা হয়যা নিম্নে উল্লেখ করা হলো।
 প্রশ্নঃ- আমার মেয়েকে ১০০ মাইল দূরে বিবাহ দিয়েছি। এখন ঐ মেয়ে আমার বাড়ীতে ১০/১২ দিনের জন্য বেড়াতে এসেছে। এখন তাকে কসর পড়তে হবে কিনা?
উত্তরঃ- বাপের বাড়ীতে তো মেয়ের জন্মস্থান এবং স্থায়ী ঠিকানা। বিবাহ্ বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে তাকে স্বামীর বাড়ী থাকতে হয়। এমতাবস্থায় নিজের স্থায়ী ঠিকানায় আসার পর মেয়েকে নামায কসর পড়তে হবে না।
জাওয়াবঃ- এই উত্তরও শুদ্ধ হয়নি। কারণ মেয়ের যখন বিবাহ হয়ে যায় এবং স্বামীর বাড়ীতে স্থায়ীভাবে বসবাস করার জন্য তুলে নেয়া হয়, তখন তার ওয়াতনে আছলি হয় স্বামীর বাড়ী। কাজেই তার স্বামীর বাড়ী ও বাপের বাড়ীর মধ্যে যদি কসর পরিমাণ দুরত্ব হয়, তাহলে তাকে কসর পড়তে হবে তার বাপের বাড়ীতে আর স্বামীর বাড়ীতে পুরো নামায পড়তে হবে। মেয়েকে স্থায়ীভাবে তুলে নেয়া না হয়, তাহলে বাপের বাড়ীতে সে মুক্বীম অবস্থায় থাকবে। (ফতওয়ায়ে দারুল উলুম দেওবন্দ, বেহেশ্তী জিওর)
আবা-১৩

0 Comments: