৯৩ নং-সুওয়াল: সূর্য লাল হওয়ার পর আছরের নামায পড়া কি?


সুওয়াল: সূর্য লাল হওয়ার পর আছরের নামায পড়া কি?
জাওয়াব: তিন সময় নামায পড়া মাকরূহ্ তাহ্রীমী। (১) সূর্য উদিত হওয়ার সময়, (২) দ্বিপ্রহরের সময়, (৩) সূর্য অস্ত যাওয়ার সময়। তবে ঐ দিনকার আছর নামায পড়া জায়েয আছে।
আবা-১২

0 Comments: