সুওয়াল: শরীরের যে সমস্ত অঙ্গ ঢেকে রাখা ফরজ, তার কতটুকু কি পরিমাণ সময় অনাবৃত
থাকলে নামায বাতিল হয়ে যাবে?
জাওয়াব: নামাযের মধ্যে যে সমস্ত অঙ্গ বা স্থান ঢেকে রাখা ফরজ সে সকল স্থানের কিছু
কিছু অনাবৃত হয়ে গেলে যদি সেই অনাবৃত স্থানের কয়েক অংশ মিলিত হয়ে উহাদের মধ্যে
সবচেয়ে ছোট অঙ্গের এক চুতর্থাংশ হয় এবং তিন তছবীহ্ পরিমাণ সময় অনাবৃত থাকে, তাহলে নামায
ফাসেদ হয়ে যাবে।
(বিঃ দ্রঃ- কোন এক অঙ্গের এক চতুর্থাংশ স্থান
তিন তসবীহ্ পরিমাণ সময় অনাবৃত থাকলেই
নামায বাতিল হয়ে যাবে)
আবা-১২
0 Comments:
Post a Comment