১০২ নং-সুওয়াল : নামাযে সেজদারত অবস্থায় দু’পা একসাথে তুলে ফেললে নামায হবে কি? 6/18/2020 11:57:00 am 0 সুওয়াল : নামাযে সেজদারত অবস্থায় দু’পা একসাথে তুলে ফেললে নামায হবে কি? জাওয়াব: যদি তিন তসবীহ্ পরিমাণ সময় একসাথে পা তুলে রাখে, তাহলে নামায ফাসেদ হয়ে যাবে। আর যদি তিন তসবীহ্’র চেয়ে কম হয়, তাহলে নামায সুন্নতের খেলাফ হবে। আবা-১২ Tweet Share Share Share Share
0 Comments:
Post a Comment