৮৫ নং- সুওয়াল: যদি কারও কনুই-এর উপর হতে অথবা পায়ের টাখনুর উপর অতিরিক্ত হাত বা পা জন্মায় তবে কি সেই হাত বা পা ওজুর মধ্যে ধৌত করা ফরজ?


সুওয়াল: যদি কারও কনুই-এর উপর হতে অথবা পায়ের টাখনুর উপর অতিরিক্ত হাত বা পা জন্মায় তবে কি সেই হাত বা পা ওজুর মধ্যে ধৌত করা ফরজ?
জাওয়াব: যদি কারও কনুইএর উপর হতে বা পায়ের টাখনুর উপর হতে অতিরিক্ত হাত ও পা জন্মায়, আর ঐ অতিরিক্ত হাত বা পা দিয়ে কাজ চলে, তবে তা ধৌত করা ফরজ। আর যদি ঐ অতিরিক্ত হাত বা পা দিয়ে সে কাজ করতে অক্ষম হয়, তবে তা ধৌত করা ফরজ নয়। (গায়াতুল আওতার)
আবা-১২

0 Comments: