৯৭ নং-সুওয়াল: অনেকে বলে থাকে মানুষ যখন ঘুম থেকে ওঠে, তখনই ফজর ওয়াক্ত যদিও তা সূর্য উদয়ের পরে হয়?


সুওয়াল: অনেকে বলে থাকে মানুষ যখন ঘুম থেকে ওঠে, তখনই ফজর ওয়াক্ত যদিও তা সূর্য উদয়ের পরে হয়?
জাওয়াব: উপরোক্ত কথা অশুদ্ধ। ফজর ওয়াক্ত হলো সূর্য উদয় আরম্ভ হবার পূর্ব পর্যন্ত। যদি কেউ সূর্য উদিত হওয়ার পর ঘুম থেকে ওঠে, তাহলে তাকে ফজর নামায ক্বাজা আদায় করতে হবে। নামায ক্বাযা করা কবীরা গুণাহ্। এর থেকে আল্লাহ পাক উনার নিকট আশ্রয় প্রার্থনা করতে হবে।
আবা-১২

0 Comments: