সুওয়াল: সম্প্রতি মাসিক মদীনা পত্রিকার এপ্রিল-১৯৯৩ ইং সংখ্যায়
এক প্রশ্নের জওয়াবে যে পবিত্র হাদীছ শরীফ উনার উদ্ধতি দিয়ে বলা হয়েছে যে, হাশরের
ময়দানে ৭৩টি কাতার হবে এবং তার মধ্যে মাত্র এক কাতার বেহেস্তে যাবে। অথচ আমরা জানি
যে, পবিত্র
হাদীছ শরীফ উনার মধ্যে উল্লেখ আছে, ৭৩ ফিরক্বাহবে এই
দুনিয়াতে উম্মতে হাবীবীর মধ্যে এবং তার মধ্যে এক ফিরক্বা হবে জান্নাতি, যারা
আহ্লে সুন্নাত ওয়াল জামায়াত হিসেবে মশহুর। আর বাকী ৭২ ফিরক্বা হবে জাহান্নামী।
তাহলে কোনটি সত্য?
জাওয়াব: মাসিক মদীনার জওয়াব শুদ্ধ নয়। এই দুনিয়াতে উম্মতে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া
সাল্লাম উনার মধ্যে হবে ৭৩ ফিরক্বা। তার মধ্যে একদল হবে জান্নাতী, আর বাকী
৭২ ফিরক্বা জাহান্নামী।
আবা-১২
0 Comments:
Post a Comment