১২৬ নং-সুওয়ালঃ তারাবীহ নামায পড়িয়ে বা অন্যের বাড়ীতে পবিত্র কুরআন শরীফ খতম করে হাদীয়া নেয়া জায়েয কি-না?


সুওয়ালঃ তারাবীহ নামায পড়িয়ে বা অন্যের বাড়ীতে পবিত্র কুরআন শরীফ খতম করে হাদীয়া নেয়া জায়েয কি-না?
জাওয়াবঃ হ্যাঁ, তারাবীহ্ নামায পড়িয়ে পয়সা নেয়া জায়েয আছে। তবে শর্ত হলো হাফেয সাহেবকে ইমাম হিসেবে রাখতে হবে। অথবা সময় ও স্থান নির্ধারণ করে দিতে হবে। আর কুরআন শরীফ খতম করার ব্যাপারে সময় ও স্থান নির্ধারণ করে দিলেই চলবে এবং এ ব্যাপারে দলীল-আদীল্লাহ্সহ বিস্তারিত ফতওয়া আমরা আমাদের মাসিক আল বাইয়্যিনাত শরীফ উনার মধ্যে ভবিষ্যতে ছাপাবো ইনশাআল্লাহ্। আর এ ব্যাপারে বিস্তারিত জানতে হলে ইমামুল আরেফিন, সুলতানুল আউলিয়া, ফক্বীহুল উম্মত, হুজ্জাতুল ইসলাম, বাহরুল উলুম, ফখরুল ফুক্বাহা, রইছুল মুহাদ্দেসীন, তাজুল মুফাসসিরীন, হাফেযে হাদীছ, মুফতিয়ে আ’যম, পীরে কামেল, মুর্শেদে মোকাম্মেল হযরত মাওলানা আল্লামা শাহ সূফী মুহম্মদ রুহুল আমীন রহমতুল্লাহি আলাইহিম কর্তৃক প্রণীত খতম ও জিয়ারতের ওজরতের সমাধান, কিতাবখানা পড়ুন।
আবা-১৩

0 Comments: