সুওয়াল : নামাযে শুধুমাত্র পবিত্র সুরা ফাতিহা শরীফ পড়লে কি ফরজ আদায় হয়ে যাবে?
জাওয়াব : হ্যাঁ, শুধু পবিত্র সুরা ফাতিহা শরীফ পড়লেই ফরজ আদায় হয়ে যাবে। তবে নামাযে সূরা
ফাতিহার সাথে অন্য সূরা মিলানো ওয়াজিব। তাই অন্য সূরা না পড়লে ওয়াজিব তরকের কারণে
সাহু সিজদা দিতে হবে।
0 Comments:
Post a Comment